× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেলু মিয়া, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাফিজ, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খসরু, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাকীম বকশ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। পর্যালোচনা সভায় বক্তারা বলেন, দেশে আইনের শাসন বলবত থাকলে ভোলায় পুলিশের গুলিতে সাধারণ মানুষকে মরতে হতো না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, বাকস্বাধীনতা নেই বললেই চলে। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ও ভোলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
মৌলভীবাজারে বিএনপির
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল দুপুরে শহরের ওয়েস্টার্ন প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌমহনায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর