× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মানবপাচার রোধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র্র কাজ করবে- রবার্ট মিলার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার

মানবপাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন- পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সুযোগ বাড়াতেও কাজ করবে যুক্তরাষ্ট্র। গতকাল  দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এদিকে- সিলেট সফরকালে দেশের একমাত্র জলারবন রাতারগুল পরিদর্শনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, রাতারগুলের মতো জলাভূমি সংরক্ষণ করা খুবই জরুরি। রাতারগুল হচ্ছে বিভিন্ন সংরক্ষিত প্রজাতির আবাসস্থল এবং মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এই জলাভূমি। বলেন- ‘সিলেটে অবস্থানকালে আমার ‘রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য’ সংরক্ষণ এলাকা’ ঘুরে দেখারও সুযোগ হয়েছিল। আমি নৌকায় চড়ে এলাকাটি বেড়িয়েছি এবং জলাভূমির বনটির দারুণ উদ্ভিদ এবং প্রাণী  বৈচিত্র্য দেখেছি। সিলেটে দেখার ও করার মতো অনেক কিছুই আছে।
তবে আমার এবারের আসার অন্যতম কারণ ছিল শেভরন করপোরেশনের বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা। শেভরনের মতো আমেরিকান কোম্পানিগুলো কেবল যে বাংলাদেশের জ্বালানি খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে একটি বড় নিয়োগকারী হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই যুক্তরাষ্ট্রের শেভরন এবং অন্য কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখুক এবং এ দেশের অর্থনীতিতে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি চালু করুক। এতে ক্রমেই আরো বেশিসংখ্যক লোকের সঙ্গে সমৃদ্ধি ভাগ করে নেয়া যাবে এবং আমাদের উভয় দেশই উপকৃত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর