বাংলারজমিন
নবীগঞ্জ পৌর বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হট্টগোল
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২০১৯-১১-০৮
নবীগঞ্জে পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’গ্রুপে তমুল হট্টগোলের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। হয়েছে। অবৈধ প্রক্রিয়ায় কমিটি গঠনের অভিযোগে নবগঠিত পৌর বিএনপির ৪ যুগ্ম আহবায়কসহ সিনিয়র সদস্যরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে চার যুগ্ম আহবায়কসহ সিনিয়র সদস্যরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন না করার দাবি জানিয়ে সভা বয়কট করেন। সভায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, অরবিন্দু রায়, নুরুল আমীনসহ ১২ জন সদস্য সভা বয়কট করেন। বিএনপি সূত্র জানায়, গঠনতন্ত্র মোতাবেক নবগঠিত আহ্বায়ক কমিটির ২১ সদস্যের ১ম সভায় সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয়। এনিয়ে যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নবগঠিত কমিটির আহবায়ক ও ১ম যুগ্ম আহ্বায়ক কাউকে কিছু না জানিয়েই ১নং ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। এ খবর পেয়ে আমরা মদনপুর গ্রামে গিয়ে সভাস্থল খুঁজে বের করি এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করার আহ্বান জানাই। এছাড়া সভায় মায়ানগর ও কলেজ পাড়ার কোন নেতা-কর্মীও উপস্থিত ছিলেন না। সভায় বিগত ওয়ার্ড কমিটির অনেক সদস্যকে দেখা যায়নি।