বাংলারজমিন
ময়মনসিংহে ৭ ডাকাত ও চোর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০১৯-১১-০৮
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও মোবাইল চোরচেক্রর সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ময়মনসিংহ ডিবি পুলিশ মাদক, অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণে চিহ্নিত চোর, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে বিভাগীয় শহরে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে খবর পায় কেওয়াটখালী এলাকায় একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে। তাৎক্ষনিক এসআই আনোয়ার হোসেন বিষয়টি তাকে (ওসি ডিবি) এবং তার মাধ্যমে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে তাৎক্ষণিক এসআই আনোয়ার হোসেন সহ অন্যান্যরা কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশ ৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, আজগর আলী, বাপ্পা আলী, মহিবুল হোসেন মিঠু, শান্ত মিয়া, পেরিস ওরফে ডায়মন্ড ও রাজু ওরফে সোহেল।