× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সমালোচনার ঝড়

বিনোদন

স্টাফ রিপোর্টার
৯ নভেম্বর ২০১৯, শনিবার

গত ৫ই নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করা হয়েছে দুই বছরের (২০১৭-১৮) জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। এরমধ্যে ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করা হয়, যিনি একজন ভারতীয় নাগরিক। আর তাই বিষয়টি নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা হয়েছিল, কেবল বাংলাদেশি নাগরিকরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন। তাহলে তালিকায় কালামের নাম কীভাবে এলো? এমন প্রশ্নের জবাবে জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, কালাম যে বিদেশি নাগরিক তা আমাদের জানা ছিল না। এই সিনেমার শিল্পী-কলাকুশলীদের তালিকায় ১৯ নম্বরে কালামের ঠিকানা দেয়া আছে ঢাকার পল্লবীর। বাংলাদেশের মোবাইল নম্বরও ব্যবহার করা হয়েছে। সেহেতু আমরা ধরে নিয়েছি সে বাংলাদেশের নাগরিক।
আমরা কোনো বিদেশিকে এই পুরস্কার দিতে পারি না। প্রয়োজনবোধে আলোচনা করে নামের তালিকায় যিনি দ্বিতীয় অবস্থানে আছেন তাকে পুরস্কার দেয়া হতে পারে। আলোচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রযোজক সানী সানোয়ার জানান, ভুলবশত এটি হয়েছে। আমি যখন কাগজে স্বাক্ষর করেছিলাম তখন সব চেক করিনি। যে প্রস্তুত করেছে কাগজটি সে এই ঠিকানা কেন ব্যবহার করলো তা বোধগম্য নয়। ঘোষণার পর আমরাও ভেবেছি কালাম কিভাবে পাবে এ পুরস্কার! ভুল যেহেতু হয়েছে তাই তথ্য মন্ত্রণালয় থেকে যে কোনো পরবর্তী সিদ্ধান্ত আমরা মানতে প্রস্তুত। উল্লেখ্য, মুশফিকুর রহমান গুলজার একটি আবেদনপত্র সরবরাহ করেছেন যেখানে স্বাক্ষরসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতা ২০১৭-এর জন্য ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের শিল্পী, কুশীলবদের বিবরণে ১৯ নম্বরে সম্পাদক হিসেবে মো. কালামের ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া আছে। তবে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে প্রথম সারির অভিনেতা ফজলুর রহমান বাবু ও মোশররফ করিমের নাম। এ বিষয়টি নিয়েও সামাজিকযোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর