× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে ‘বুলবুল’র তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ, নিহত ১

অনলাইন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
(৪ বছর আগে) নভেম্বর ১০, ২০১৯, রবিবার, ১১:২০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে বিধ্বস্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের বেড়িবাঁধসহ অনেক বসতবাড়ি। গাছের চাপায় আজ সকালে হামেদ ফকির (৬৫) নামে  এক বৃদ্ধ মারা গেছে বলে জানায়। বৃদ্ধ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের মৃত ইয়াসিন ফকিরের ছেলে। থানা পুলিশ জানায়, ঘরের ওপর গাছ পরে তার মৃত্যু হয়।

আজ ভোর রাত থেকে  বাতাসের গতি বেগ বৃদ্ধি পেয়ে মুষল ধারে বৃষ্টি হয়েছে। এর প্রভাবে পায়রা নদীর পানি বৃদ্ধি পেয়ে  তীব্র  স্রোতের তোপে উপজেলার সুন্দ্রা কালিকাপুর, পিপড়াখালী ও মির্জাগঞ্জ বেরিবাধ ভেঙ্গে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে মেন্দিয়াবাদ, চরখালী, কাকড়াবুনিয়া ও ভয়াংসহ কয়েকটি বেড়িবাঁধ।

আমন ধানের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে আমনের ক্ষতির আশঙ্কা  রয়েছে।

ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা থাকায় আতঙ্কে রয়েছে পায়রা পারে বসবাসরত লোকজন। উপজেলার ৬ টি ইউনিয়নের বেড়িবাধের বাইরে ও ভেতরের বাসিন্দারা শনিবার সকাল থেকে আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর