× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি ট্রিক!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) নভেম্বর ১০, ২০১৯, রবিবার, ৩:১৮ পূর্বাহ্ন

পাকিস্তান সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় বিলম্বিত হয়েছে জীবন মরণের সঙ্গে লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিদেশ যাত্রা। একে সরকারের একটি ট্রিক বা কৌশল হিসেবে আখ্যায়িত করেছে প্রভাবশালী পত্রিকা অনলাইন ডন। আজ রোববার সকালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল নওয়াজ শরীফ ও তার ছোটভাই শাহবাজ শরীফের। সব ঠিকঠাক। পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের লন্ডন যাওয়ার কথা চূড়ান্ত, ঠিক তখনই নাটকীয় ঘটনা ঘটে। তাদেরকে জানিয়ে দেয়া হয় নো-ফ্লাই লিস্ট থেকে তখনও নওয়াজ শরীফের নাম প্রত্যাহার করা হয় নি। এই তালিকায় যাদের নাম থাকবে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকে। নওয়াজ শরীফ সাম্প্রতিক সময়ে গুরুত্বর অসুস্থ, সঙ্কটজনক অবস্থানে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে পাকিস্তান থেকে।
চিকিৎসার জন্য তিনি শেষ মুহূর্তে লন্ডন যেতে রাজি হয়েছেন। সে মতো আয়োজন সম্পন্ন হয়। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর নাম এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নি জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউই। তারা একটির পর একটি কারণ অনুসন্ধান করে সময়ক্ষেপণ করতে থাকে। একে নাটকীয়তা হিসেবে অভিহিত করেছে ডন। একটি সূত্র বলেছেন, শুক্রবারই সরকারের তরফ থেকে জানানো হয়, এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে নওয়াজের নাম প্রত্যাহার করা একটি আনুষ্ঠানিকতা মাত্র। তিনি আরো বলেন, নওয়াজ শরীফের নাম প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান, তার উপদেষ্টা নাঈমুল হক ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তারা এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের নিশ্চয়তা সত্ত্বেও নওয়াজ শরীফের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে প্রত্যাহার করা হয় নি। এতে আমরা বিস্মিত। মনে হচ্ছে তাদের ভিতর লুকানো কোনো বিষয় আছে।
তিনি আরও বলেছেন, নওয়াজ শরীফের শারীরিক অবস্থা সঙ্কটজনক। এ অবস্থার অবনতি হচ্ছে প্রতি মুহূর্তে। প্লেটিলেটসের সংখ্যা স্থিতিশীল নয়। তাকে স্টেরয়েড দেয়ার মাধ্যমে সফর করানো হবে। সরকারের দ্বিমুখী কর্মকা-ে পরিস্থিতির শুধু অবনতিই হচ্ছে। তাই তার সফর বিলম্বিত করানো প্রতি ঘন্টায় তার জন্য অত্যন্ত বিপদজনক। এমন অবস্থায় যদি জটিলতা আরো বৃদ্ধি পায় তাহলে তার দায় কে নেবে? যে অবস্থা দাঁড়িয়েছে তাতে, সোমবারের আগে নওয়াজ শরীফ পাকিস্তান ছেড়ে যেতে পারবেন বলে মনে হয় না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর