× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

"মোবাইল ফটোগ্রাফি ও কিছু টিপস "

অনলাইন

শাহারিয়ার মোস্তফা রোমিও
(৪ বছর আগে) নভেম্বর ১০, ২০১৯, রবিবার, ৫:১১ পূর্বাহ্ন

ফটোগ্রাফি এখন অনেকে নিচ্ছেন পেশা হিসেবে আবার কেও বা করছে তা শখের বসে। তবে, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, শখের থেকেই তা পেশায় রুপ নিয়েছে। ক্যামেরা কিংবা মুঠোফোন সব ক্ষেত্রেই সম্ভব শখের কোটা টা পুরন করার যে কোন ডিভাইস দিয়ে ছবি তুলে। আজ আমরা কথা বলবো মোবাইল ফটোগ্রাফি নিয়ে, পূর্বে মোবাইল ফটোগ্রাফি অনেক প্রফেসনাল দের কাছে বিষয় মনে হত না তবে তা এখন অনেকটা প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ভাল চিত্র ফলাফল হিসেবে প্রদর্শন করাতে আমাদের কে মুগ্ধ করেছে তাই এখন অনেকে এই দিকে ঝুকেছে। ক্যামেরার মত আগে ম্যানুয়াল সাটার,এপেরচার বা আইএসও নিয়ন্ত্রন করা যেত না কিন্তু এখন তা সম্পুর্ন ভাবে সম্ভব প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে। মোবাইল ফটোগ্রাফি এখন এতটাই জনপ্রিয় যে বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হয়ে থাকে যেমন: World photography awards| Mobile phone awards, Mobile photography awards, 35 mobile photography , Gurushots ইত্যাদি ইত্যাদি। এখন আসা যাক কিভাবে আপনি ভাল আলোকচিত্র গ্রহন করতে পারবেন মুঠোফোন দিয়েই, তার আগে মাথায় রাখা লাগবে,একটি ডিভাইস কখনো নির্নয় করতে পারবে না আপনি কি মানের আলোকচিত্র গ্রাহক, কখনই মাথায় আনবেন না ডিভাইস ভাল না বলে ছবি ভাল হলো না। কারন এই মুঠোফোন দিয়েও সম্ভব বিভিন্ন দেশি-বিদেশি কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করা উনাদের ওয়েবসাইট গুলো একবার ঘুরে আসুন তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে।
প্রাথমিক ভাবে যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে,
১) ডিভাইস ধরার নিয়ম বা ডিভাইসের গ্রিপের ব্যাপার টা অনেক গুরুত্বপূর্ণ, কারন ঠিক ভাবে ডিভাইস ধরতে না পারলে আপনার ছবির আউটপুট ভালো আসবে না।
২) হাত ঝাকি দেয়া যাবে না , যদি না ব্লার আনাটা ইচ্ছাকৃত বা ইন্টেনশনাল হয়।
৩) চেষ্টা করবেন আলো থাকাকালীন ছবি তোলার। মোবাইলের সেন্সর সাইজ ছোট হওয়াতে আলো না পেলে হালকা গ্রেইন চলে আসে তাই এই বিষয়টা মাথায় রাখা উচিত। "লং এক্সপোজার" বা "স্লো সাটার " এর ক্ষেত্রে তা ভিন্ন।
৪) মুঠোফোন দিয়ে ভুলেও জুম করবেন না। ডিজিটাল জুম করলে ছবির কোয়ালিটি কমে আসে। এই ভুল টা সাধারনত অনেকেই করে।
৫) "সাব্জেক্ট" মানে, যে বস্তু বা বিষয় টি আপনি আপনার চিত্রে ধারন করতে চান তার কাছে যাবেন।
৬) একাধিক ছবি তুলবেন কারন প্রথম দিকে হয়ত পারফেক্ট ছবি আপনি পাবেন না।
৭)কিছু বেসিক রুলস ফলো করুন, যেমনঃ৷ রুলস অফ থার্ড।
৮) মোবাইলের ক্যামেরা পরিষ্কার রাখুন।
৯)মুঠোফোন বহনে সুবিধা হওয়াতে তা সব সময় আপনের সাথে থাকবে তাই আপনি মোমেন্ট মিস করবেন না। ১০) এক্সপেরিমেন্ট করুন বেশি বেশি। মোবাইল ক্যামেরার সেটিংস নিয়ে একটু ঘাটাঘাটি করুন ভাল ফলাফল পাবেন। এই বিষয় সমুহ মেনে চললে আপনি আশানুরূপ ফলাফল পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর