× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মহারাষ্ট্রে বিজেপিকে ত্যাগ করে সরকার গঠন করছে শিবসেনা

ভারত

কলকাতা প্রতিনিধি
(৪ বছর আগে) নভেম্বর ১১, ২০১৯, সোমবার, ১:১৬ পূর্বাহ্ন

মহারাষ্ট্রে নির্বাচনের ফল ঘোষণার পর ১২ দিন কেটে গেলেও সরকার গঠিত হয়নি বিজেপি জোটের শরিক শিবসেনার সঙ্গে বিরোধের কারণে। জোট করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পূর্ব প্রতিশ্রুতি হিসেবে মুখ্যমন্ত্রীত্ব অর্ধেক সময়ের জন্য দিতে না চাওয়ায় শিবসেনা বিজেপিকে পরিত্যাগ করে সরকার গঠন করতে চলেছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

গত রোববারই রাজ্যপাল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সরকার গঠনের প্রযোজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করবে না জানানোর পর রাজ্যপাল দ্বিতীয় বৃহৎ দল হিসেবে শিবসেনাকে সরকার গঠন করতে আমন্ত্রণ জানিয়েছেন। শিবসেনা অবশ্য কয়েকদিন ধরেই বিকল্পের কথা বলে আসছিল। সেই বিকল্প হলো, বিরোধী ন্যাশানালিষ্ট দলের সমর্থন নিয়ে সরকার করা। সঙ্গে কংগ্রেসও বাইরে থেকে সমর্থন দেবার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। তবে কদিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ার আলোচনা করেছিলেন মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে।

জানা গেছে, এরপরেই নাকি এনসিপি শিবসেনাকে বিজের এনডিএ জোট ছাড়ার শর্ত দিয়েছিল। সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিবসেনার মন্ত্রীকেও পদত্রাগ করতে হবে বলে শর্ত দিয়েছিল।
সোমবারই কেন্দ্রীয় ভারীশিল্প মন্ত্রী ও শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করেছেন। অরবিন্দ সাওয়ান্ত টুইট করে জানিয়েছেন, সত্যের সঙ্গে রয়েছে শিবসেনা। রাজ্যের এই পরিস্থিতিতে দিল্লিতে সরকারে থাকার কোনও অর্থ হয় না। তাই কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছি। পর্যবেক্ষকদের মতে, এই ইস্তফাই বুঝিয়ে দিয়েছে এনসিপির শর্তেই শিবসেনা মাহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে।

জি নিউজ সূত্রে খবর, সমর্থন দেওয়ার ব্যাপারে সহমত হয়েছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও এনসিপি নেতা শরদ পাওয়ার। বাইরে থেকে সমর্থন দেবে কংগ্রেস। সোমবারই সম্ভবত শিবসেনা রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর