× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

লতা মঙ্গেশকর হাসপাতালে

বিনোদন

কলকাতা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, সোমবার

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, তার অবস্থা বেশ সঙ্কটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রেও গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত ২০শে সেপ্টেম্বর সুরস¤্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন তিনি।
হিন্দির পাশাপাশি বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকর অসংখ্য গান গেয়েছেন। ২০০১ সালে তাকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরতœ দেওয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর