× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিপিএল ড্রাফটে বাড়লো দেশি খেলোয়াড়, বাড়ালো পারিশ্রমিকও

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার

‘বঙ্গবন্ধু বিপিএল’ ২০১৯-এর প্লেয়ার্স ড্রাফটে দেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়লো। এছাড়া বিপিএলে শীর্ষ দুই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ই ডিসেম্বর শুরু হবে আসর। ৮ই ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে ২০১৯ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। গত বছর ড্রাফটে দেশি ক্রিকেটার ছিলেন ১৮৫ জন। সেটি বাড়িয়ে ২০৯ জন করা হয়েছে।

এছাড়া ‘এ-প্লাস’ ও ‘এ-গ্রেড’ ক্রিকেটারদের ভিত্তিমূল্যের সর্বোচ্চ সীমা বেড়েছে।
‘এ-প্লাস’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৬৫ লাখ। গতবার ছিল ৪০ লাখ। আর ‘এ-গ্রেড’ ক্যাটগারির ভিত্তিমূল্য ৩৫ লাখ। গতবার ছিল ২৫ লাখ।
প্লেয়ার্স ড্রাফট ক্যাটগারিতে মোহাম্মদ সাইফুদ্দিন ও তাইজুল ইসলাম ‘বি-গ্রেড’ থেকে ‘এ-গ্রেড’-এ উন্নীত হচ্ছেন। কয়েকজনের অবনমন হচ্ছে। গত আসরে ‘এ-প্লাস’ ক্যাটাগারিতে থাকা লিটন দাস এবার নেমে যাচ্ছেন ‘এ-গ্রেড’ ক্যাটগরিতে। সৌম্য সরকার, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ‘এ-গ্রেড’ থেকে ‘বি-গ্রেডে নেমে আসছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর