× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাতৃভূমির বিপক্ষে খেলা হচ্ছে না উসমান খাজার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার

ঘরের মাঠে নিজের মাতৃভূমির বিপক্ষে খেলা হবে না উসমান তারিক খাজার। অস্ট্রেলিয়া-পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান উসমান খাজা। মূলত অ্যাশেজে বাজে ফর্মের কারণে বাদ পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। অ্যাশেজে তিন ম্যাচে সুযোগ পেয়ে ২০ গড়ে মাত্র ১২২ রান করেন খাজা। ব্যক্তিগত সর্বোচ্চ করেছেন মাত্র ৪০ রান। একই কারণে দল থেকে বাদ পড়েছেন মার্কাস হ্যারিসও।

গত বছরের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সেঞ্চুরির পরও অ্যাশেজ দলে জায়গা হয়নি জো বার্নসের।
এবার পাকিস্তানের বিপক্ষে ডাক পেয়েছেন এই ওপেনার। দলে তৃতীয় ওপেনার হিসেবে ক্যামেরন ব্যানক্রফটকেও দলে রেখেছে অজি ক্রিকেট বোর্ড। অ্যাশেজের দলে ব্যানক্রফট থাকলেও মাঠে নামা হয়নি। মূলত, নিক ম্যাডিনসন মানসিক অবসাদগ্রস্ততার কারণে নিজের নাম প্রত্যাহার করায় ব্যানক্রফটের সুযোগ মিলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে স্মিথ-ওয়ার্নারের পাশাপাশি ব্যানক্রফটকেও নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মানসিক অবসাদের কারণে কপাল খুলে যায় মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রেভিস হেডেরও। তরুণ উইল পুকভস্কিকে দলে রাখা হবে এমন ঘোষণা আগেই দেয়া হয়েছিল। তবে গতকাল পুকভস্কি ক্রিকেট থেকে বিরতি চেয়ে নিজেকে সরিয়ে নেয়ায় হেডের সুযোগ মিলে। বাজে ফর্মের কারণে অ্যাশেজের দলে ছিলেন না হেড। দলে পেস আক্রমণে থাকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও জেমস প্যাটিনসনের চোটকে মাথায় রেখে বাড়তি পেসার হিসেবে মাইকেল নেসেরকে দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পাকিস্তান এ সিরিজে খেলবে নতুন অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে। কিছুদিন আগে সরফরাজ আহমেদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি টেস্ট স্কোয়াডেও নেই সরফরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে তিন টিনেজারকে নিয়েছে পাকিস্তান। ১৬ বছর বয়সী ডানহাতি পেসার নাসিম শাহ রয়েছেন। পার্থে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দারুণ বোলিং করেন নাসিম।

অস্ট্রেলিয়া টেস্ট দল
টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাথিউ ওয়েড, জস হ্যাজলউড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর