× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এবার সবাই বেসবল খেলা দেখুন’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার

নিজের মেজাজি স্বভাবের জন্য পরিচিত জ্লাতান ইব্রাহিমোভিচ। ঠোঁটকাটা মন্তব্যে খবরের শিরোনাম হন প্রায়ই। এবার যুক্তরাষ্ট্রে নিজের বিদায় ভাষণটা তিনি দিলেন সিজস্ব ঢংয়ে। আগেই ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে মেজর লীগ সকারে (এমএলএস) আর খেলবেন না তিনি। আগামী মাসে লস অ্যাঞ্জেলেস (এলএ) গ্যালাক্সি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তার। আর গতকাল এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ফুটবল দর্শকদের উদ্দেশ্যে ইব্রা লিখেন, ‘আমি এখানে এলাম, দেখলাম আর জয় করলাম। আমাকে আবার প্রাণবন্ত রাখার জন্য ধন্যবাদ এল এ গ্যালাক্সি।

আর গ্যালাক্সির সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা ইব্রাহিমোভিচকে চেয়েছিলে; আমি তোমাদের মাঝে ইব্রাকে দিয়েছি।
তোমাদেরকে স্বাগতম। এবার তোমরা গিয়ে বেসবল খেলা দেখা শুরু করো।’ জ্লাতান ইব্রাহিমোভিচ ২০১৮ সালের মার্চ মাসে ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন ইবরা। এই পর্যন্ত গ্যালাক্সির হয়ে ৫৬ ম্যাচে ৫২ গোল করেছেন এই সুইডিশ স্ট্রাইকার। আসন্ন মৌসুমে ইউরোপে ফিরে যেতে চাইছেন ইবরা। জোর গুঞ্জন রয়েছে, ইবরার পুরনো ক্লাব এসি মিলান তাকে দলে ভেড়াতে পারে সামনের মৌসুমে। এর আগে ২০১০-১২ মৌসুমে মিলানের ক্লাবটির হয়ে খেলেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর