× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’ দ্বৈরথ আজ /ফুটবল বিশ্বের চোখ মেসির দিকে

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার

‘সুপার ক্লাসিকো’ খ্যাত দ্বৈরথে আজ রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সৌদি আরবে ফিফার প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচে নজর থাকবে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির ওপর। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) দেয়া ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে ফিরছেন মেসি। তবে চোটের কারণে এ ম্যাচে তারকা ফুটবলার নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।

সবশেষ কোপা আমেরিকা টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-০ গোলে জেতে ব্রাজিল। ম্যাচের পর কনমেবলের বিরুদ্ধে ব্রাজিলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মেসি। এরই জেরে নিষিদ্ধ হন।
খেলতে পারেননি চিলি, মেক্সিকো, জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে। তবে মেসির অভাব বোধ করেনি আর্জেন্টিনার তরুণ দল। চিলির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। বাকি তিন ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মেক্সিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর ইকুয়েডরকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। আর জার্মানির মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

শেষ চার ম্যাচে মেসির পাশাপাশি ছিলেন না সার্জিও আগুয়েরোও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আজ ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরোকেও দেখা যাবে মাঠে। আক্রমণভাগে এ দুজনের সঙ্গে শুরুর একাদশে খেলার সম্ভাবনা রয়েছে জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার। মিডফিল্ডে লুকাস ওকাম্পোস অথবা জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি পল। রক্ষণভাগে নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো অথবা মার্কাস আকুইনা, হুয়ান ফয়থ ও হেরমান পেজ্জেলাকে দেখা যেতে পারে। গোলমুখ সামলাবেন এস্তেবাদ আনদ্রাদা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার সম্ভাবনা রয়েছে ইন্টারের ইনফর্ম তারকা লাওতারো মার্টিনেজের।
অন্যদিকে ঘরের মাঠে কোপা আমেরিকা ট্রফি জয়ের পর খুব একটা ছন্দে নেই ব্রাজিল। নিেেজদের শেষ ৪ প্রীতি ম্যাচে কোনো জয় পায়নি সেলেসাওরা। কলম্বিয়া, নাইজেরিয়া ও সেনেগালের সঙ্গে ড্র ও পেরুর কাছে পরাজিত হয় ব্রাজিল।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ হতে পারে এমন- অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনস, আলেক্স সান্দ্রো, কাসেমিরো, আর্তুর, ফাবিনহো, রিচার্লিসন, রবার্তো ফিরমিনো, ফিলিপে কুটিনো। চোটের কারণে গোলরক্ষক এডারসন, ফরোয়ার্ড ডেভিড নেরেস ছিটকে গেছেন। আজ ব্রাজিলের জার্সিতে অভিষেক হতে পারে রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রদ্রিগোর। কদিন আগে চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন তিনি। ১৯১৪ সালে প্রথমবার মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। বিভিন্ন প্রতিযোগিতায় ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১১০ ম্যাচ খেলেছে প্রতিবেশী দুই দেশ। ব্রাজিল জয় ৪৬ ম্যাচে, আর্জেন্টিনা জিতেছে ৩৯ ম্যাচ। শেষ পাঁচ ম্যাচের ৩টিতে জিতেছে ব্রাজিল, একটিতে জিতেছে আর্জেন্টিনা।
মুখোমুখি পরিসংখ্যান
ম্যাচ: ১১০
ব্রাজিলের জয়: ৪৬
আর্জেন্টিনার জয়: ৩৯
ড্র: ২৫
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর