× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ নভেম্বর ২০১৯, শনিবার

 ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রিম কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বাদ জুমা নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হেফাজতে ইসলাম নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা বিপন্ন করার সুযোগ তৈরি করা দেয়া হয়েছে। মুসলমানদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, ৫শ’ বছরের পুরনো ইতিহাসকে মোদি সরকার কলঙ্কিত করছে। বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতে সাম্প্রদায়িক সরকার প্রধান নরেন্দ্র মোদি হিন্দুবাদী রাষ্ট্র কায়েমের হীন উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের যে রায় ঘোষণা দেয়া হয়েছে তা বিশ্ববাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে সুপ্রিম কোর্টের অবৈধ রায় বাতিল করতে হবে। অন্যথায় আল্লামা আহমদ শফির নেতৃত্বে অযোধ্যার অভিমুখে লংমার্চ করা হবে। বিশ্বের সকল মুসলিমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাবরি মসজিদ রক্ষা করবে- ইন্‌শাআল্লাহ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আতাউর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মুফতি রশিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম। মাওলানা আতিকুর রহমান নগরীর তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নাজির উদ্দিন, গাজী মাওলানা রহমত উল্লাহ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আখতারুজ্জামান, মুফতি মুতিউর রহমান, মাওলানা সদরুল আমিন, মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ রাজি, হাফিজ সাহিদ হাতিমী, আবুল খয়ের প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর