× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চুনারুঘাটে মোল্লার তাবিজঘরে যুবতীর মৃত্যু

বাংলারজমিন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, শনিবার

চুনারুঘাটে কবিরাজের ব্যবসা প্রতিষ্ঠানে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পানি পড়া ও তাবিজ নিতে ওই যুবতীকে নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার আমুরোড বাজারস্থ হারুন মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে আসে আত্মীয়রা। এখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত যুবতীর নাম রিমু তালুকদার। স্বামীর নাম সেলিম তালুকদার। সেলিমের বাড়ি মাগুরউন্ডা গ্রামে। রিমুর বাবার নাম আকল মিয়া তালুকদার। গ্রাম বাগুলা।
মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে যুবতীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা ঘুরে বেড়াচ্ছে। যুবতীর স্বামী সেলিম তালুকদার বলেন, বুধবার গভীর রাতে রিমু পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। রাতে স্থানীয় মোল্লার পানি পড়াসহ অনেক চিকিৎসা দেয়া হলেও তার পেটের ব্যথা যাচ্ছিল না। এ কারণে বৃহস্পতিবার বিকালে আমুরোডের মোল্লার (হারুন মোল্লা) কাছে যুবতীকে নিয়ে আসা হয়। যুবতীর সঙ্গে স্বামী সেলিম, শাশুড়ি, খালা শাশুড়ি ও চাচা শ্বশুর ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রোগীকে যথারীতি সিএনজি থেকে নামিয়ে হারুন মোল্লার চেম্বারে নেয়া হয়। হারুন মেছাব রোগী রিমুকে কিছু পানি পড়া দিয়ে নামাজে চলে যান। রিমুর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় ডাক্তার কৃষ্ণলাল সূত্রকে ডাকা হয়। তিনি রোগীর শারীরিক অবস্থা দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর বিকাল ৫টা ৩০ মিনিটে রিমু মোল্লার ঘরেই ইহলোক ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে বিপুলসংখ্যক মানুষের ভিড় জমে যায় হারুন মোল্লার ঘরের সামনে। হারুন মোল্লা বলেছেন, তিনি নামাজে ছিলেন, তাই রোগীর মৃত্যু বিষয়ে তিনি কিছুই জানেন না। রিমুর বাবা আকল তালুকদার বলেন, রিমুকে উন্নত চিকিৎসা না দিয়ে মোল্লার কাছে নেয়া হয়েছে। এ কারণে মেয়েটি অকালে দুনিয়া ছেড়ে চলে গেছে। পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামীম আহম্মদ বলেন, রিমুর স্বামীর বাড়ির লোকজন ও বাবার বাড়ির লোকজন দ্বন্দ্বে জড়ানোর কারণে লাশ দাফনে বিলম্ব হচ্ছে। তবে দুই পরিবারের মাঝে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হওয়ার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, অসুস্থ যুবতী রিমুকে আমুরোডের মোল্লার কাছে আনা হয়েছিল ঠিক কিন্তু কি কারণে রিমু মৃত্যুবরণ করেছেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর