× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বার্সেলোনায় খেলার এখন উপযুক্ত সময় নয়’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার

আজ রাত পৌনে দুইটায় ইউরো বাছাইপর্বের ম্যাচে স্পেনের কাদিস শহরে স্বাগতিকরা মুখোমুখি হবে মাল্টার। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্পেনের অধিনায়ক সার্জিও রামোস নিজের অবসর, এল ক্লাসিকো ও কাতালানে জাতীয় দলের খেলা নিয়ে কথা বলেন। বার্সেলোনায় জাতীয় দলের খেলা নিয়ে রামোস বলেন, ‘বার্সেলোনার দর্শকরা জাতীয় দলের খেলা দেখতে চায়। কিন্তু বার্সেলোনায় স্পেনের কোনো ম্যাচ খেলার এটা সঠিক সময় নয়। যেমনটা আমরা ক্লাসিকোর বেলায় দেখেছি। আশা করি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে। আমাদের দেশ সবকিছুর ভারসাম্য রাখতে পারে।’

কাতালুনিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বার্সেলোনায় এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। কাতালুনিয়ার নয়জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার নয় থেকে তেরো বছর মেয়াদে কারাদন্ড হওয়ায় সেখানে বিক্ষোভের সৃষ্টি হয়।
এজন্য এল ক্লাসিকোও পিছিয়ে দেয়া হয়। গত ২৬ই অক্টোবর ন্যু ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়ালের। এখন দুই পক্ষের সম্মতিতে ম্যাচটি ১৮ই ডিসেম্বেরে আয়োজনের সিদ্ধান্ত হয়। ম্যাচটি নিয়ে রামোস বলেন, ‘ ক্লাসিকোর আগে আমরা পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সুযোগ পাবোনা। তবে আমরা বিশ্বাস করি জয়ের ছন্দ নিয়ে আমরা ম্যাচে নামতে পারবো। আর জয় নিয়েই ফিরবো।’

৩৩ বছরের রামোসের কাছে অবসর নিয়ে জানতে চাইলে এই অধিনায়ক বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমি এখনো খেলা উপভোগ করছি। আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে খেলতে চাই। এমনকি ২০২২ বিশ্বকাপেও আমি খেলতে চাই। আমি যতদিন ভালো আর সুস্থ্য থাকি মাঠে নিজেকে উজাড় করে দিতে চাই।’ সার্জিও রামোস স্পেনের হয়ে এখন পর্যন্ত ১৬৮ ম্যাচ খেলে ২১ গোল করেছেন। এছাড়াও ক্লাব ক্যারিয়ারে ৬৯৭ ম্যাচ খেলে ৯৩ গোল করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর