× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চার গোলের হার মানতে পারছেন না জেমি ডে

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ নভেম্বর ২০১৯, শনিবার

এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে মাত্র দুই গোলে হেরেছে বাংলাদেশ। ধারে ভারে কাতারের চেয়ে পিছিয়ে ওমান। সেই ওমানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের দুঃস্বপ্নে ৪-১ গোলে হার দেখলো বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকদের আক্রমণ নস্যাৎ করতে পারলেও দ্বিতীয়ার্ধে আর সেটা পারেনি। এই অর্ধেই গোল খেয়েছে চারটি। প্রথমার্ধে দুর্দান্ত খেলা দল চার গোলে হারবে সেটা মানতে পারছেন না বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। এই রেজাল্টে খেলার ঠিক আসল চিত্রটা ফুটে উঠছে না বলে দাবি তার। গতকাল ওমান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল।

মাসকটে প্রথমার্ধে সফলভাবে ওমানের একের পর এক আক্রমণ রুখে দিয়েছিল বাংলাদেশ। আক্রমণেও উঠেছিল দু’একবার। ম্যাচের ১১ মিনিটে ওমানের গোলরক্ষককে বেশ কঠিন পরীক্ষায়ও ফেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ঠিক সমান তালে খেলতে না পারলেও প্রথমার্ধটা একেবারে মন্দ খেলেনি বাংলাদেশ। এমন ম্যাচে চার গোলের হার? এটাই মানতে পারছেন না জেমি, ‘আমার একটা জিনিসের জন্যই খারাপ লাগছে। স্কোরলাইন বলছে আমরা চারটা গোল খেয়েছি, আমরা চার গোল খাওয়ার মতো দল না। আমার মনে হয় না এই ফল আমাদের প্রাপ্য।’ তবে জেমির নিজেরও মনে হয়েছে, ম্যাচের কিছু সময়ে ওমানকে একটু হলেও ছাড় দিয়েছিল বাংলাদেশ। যেটা করা একদমই উচিত হয়নি। উচিত হয়নি দেখেই দুই দলের মাঝে ব্যবধানটা আরও বেশি প্রকট হয়ে উঠেছে, ‘ওমান আমাদের চেয়ে অনেক ভালো দল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি (ওমানের সঙ্গে তাল মিলিয়ে খেলার)। কিন্তু অত ভালো দলকে যদি আপনি সুযোগ দেন তারা সেটা কাজে লাগাবেই।’ প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের ঠেকিয়ে রাখা যাবে, এমনটাই হয়তো আশা করেছিলেন বাংলাদেশের দর্শকেরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য চেহারায় ওমান। ৪৮ মিনিটে গোলের খাতা খোলেন জোহার। গোল হজম করে রক্ষণাত্মক মেজাজ থেকে বের হয়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ইয়াসিন, রিয়াদুলদের রক্ষণভাগ ছেড়ে ওপরে উঠে আসার সুযোগটাই নিয়েছে স্বাগতিক দল। ৬৮ মিনিটে স্কোর ২-০ করেন আল মান্দার। ডান প্রান্ত থেকে ক্রসে পোস্টের সামনে থেকে পা ছুঁয়ে গোলটি করেন তিনি। ম্যাচের ৩ পয়েন্ট তখনই ওমানের প্রায় নিশ্চিত হয়ে যায়। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে আল আলাউয়ি দুর্দান্ত গোল করে ব্যবধান ৩-০ করেন। ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ। বিপলুর সাইড ভলিতে করা গোলটি ছিল দৃষ্টিনন্দন। তখন মনে হচ্ছিল আরও ব্যবধান কমাতে পারে বাংলাদেশ। কিন্তু উল্টো শেষ বাঁশি বাজার আগে আরো এক গোল হজম করে জামালরা। ৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান। চলতি বছর বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ নেই বাংলাদেশের। আগামী বছর ২৬শে মার্চ ঢাকায় আগফানিস্তানের বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার পাঁচদিন পরেই কাতারের বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর