× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

হ্যাটট্রিক নিয়ে সেঞ্চুরির আরো কাছে

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, শনিবার

ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরির খবর চাউর হয় সংবাদমাধ্যমে। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস শুরুর একাদশেই রাখলেন তাকে। মাঠে নামার সপ্তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করলেন রোনালদো। এরপর ২২ ও ৬৫তম মিনিটে আরো দুই গোলে পূর্ণ করলেন হ্যাটট্রিক। রোনালদো পৌঁছে গেলেন ৯৮ আন্তর্জাতিক গোলে। ঘরের মাঠে ইউরো বাছাইয়ের ম্যাচে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো পর্তুগাল। একটি করে গোল করে পর্তুগিজদের জয়ে অবদান রাখেন পিজ্জি, বার্নান্দো সিলভা ও গনসালো পেসিয়েনসিয়া। এ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সরাসরি ইউরো ২০২০-এ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।
পর্তুগালের জার্সিতে ৯ হ্যাটট্রিক করেছেন রোনালদো।
যার সাতটিই এসেছে ৩০তম জন্মদিনের পর। চলতি বছরে জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো। এক ক্যালেন্ডার বছরে যা যৌথভাবে তার সর্বাধিক গোলের রেকর্ড। ২০১৬ সালে ১৩ গোল করেন তিনি। রোনালদোর সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। জাতীয় দলের হয়ে কেবল ইরানের আলী দাঈ গোলের সেঞ্চুরি করতে পেরেছেন। ২০০০ সালে ১৪৯ ম্যাচে ১০৯ আন্তর্জাতিক গোল নিয়ে অবসরে যান তিনি। রোনালদো গোলের সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ পাচ্ছেন আগামীকাল লুক্সেমবার্গের বিপক্ষে। সেদিন বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ম্যাচটিতে জিতলে সরাসরি মূল পর্বের টিকিট কাটবে তারা। পয়েন্ট খোয়ালে বিপদ হতে পারে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ রোনালদোদের। ১৩ পয়েন্ট নিয়ে সার্বিয়া রয়েছে তৃতীয় স্থানে। তাদের শেষ ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন ইউক্রেনের বিপক্ষে।
জুভেন্টাস কোচকে সান্তোসের খোঁচা
সিরি আ ফুটবল লীগে জুভেন্টাসের শেষ দুই ম্যাচে পূর্ণ সময় খেলতে পারেননি রোনালদো। এর মধ্যে এসি মিলানের বিপক্ষে সবশেষ ম্যাচে ৫৫তম মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। পরে জুভেন্টাস কোচ মাউরিজিও সারি বলেন, হাঁটুর চোটের কারণেই তাকে তুলে নেয়া হয়। তবে রোনালদো পর্তুগাল ক্যাম্পে আসার পর শোনা যায় ভিন্ন কথা। তার নাকি কোনো ইনজুরি সমস্যা ছিল না। সারি অজুহাত দেখাতেই এমনটি বলেছিলেন। আর পতুর্গাল কোচ সান্তোস ম্যাচের পর সারিকে খোঁচা দিয়ে বলেন, ওর শারীরিক ফিটনেস নিয়ে অন্য কারোর সন্দেহ থাকতে পারে। তবে আমার কোনো সন্দেহ ছিল না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর