× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অতি মুনাফার পিয়াজ এবার নদী ও ময়লার ভাগাড়ে!

অনলাইন

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে
(৪ বছর আগে) নভেম্বর ১৬, ২০১৯, শনিবার, ২:৪১ পূর্বাহ্ন

ভারত পিয়াজ রপ্তানি বন্ধ করার পর মিয়ানমার থেকে এ পর্যন্ত ৩০ হাজার টন পিয়াজ আমদানি করা হয়েছে। যা খরচসহ কেজি প্রতি ৪২ টাকা কেনা পড়েছে। কিন্তু এ পিয়াজ আমদানিকারকরা পাইকারী বাজারে ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রয় করেছে।

এভাবে ১৫৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমদানিকারকরা। খুচরা পর্যায়ে এ টাকা ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা সাধারণ ক্রেতার পকেট থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমন তথ্য চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের।

আর অতি মুনাফার সেই পিয়াজ এখন মিলছে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের পাশ্ববর্তি কর্ণফুলী নদীতে।
শুধু তাই নয়, মিলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়েও। যার সত্যতা স্বীকার করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক সৈয়দ আহমদ সফা মাতব্বর।

তিনি বলেন, পঁচে নষ্ট হয়ে যাওয়ায় প্রচুর পরিমান পিয়াজ খাতুনগঞ্জের ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। এমনকি ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীতেও ফেলে গেছে ৭-৮ বস্তা পঁচা পিয়াজ। শনিবার সকালেও ময়লার ভাগাড় থেকে এসব পঁচা পেয়াজ সরাতে হচ্ছে। তবে কে বা কারা এসব পঁচা পিয়াজ ফেলে গেছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে ময়লার ভাগাড়ে রেখে যাওয়া অন্তত ১০ টন পিয়াজ সরিয়ে নেওয়া হয়েছে। পঁচা পেঁয়াজের দুর্গন্ধে এলাকার লোকজন থাকা দায় হয়ে পড়েছে। স্থানীয় লোকজন এসব পেঁয়াজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে নগরবাসীর মধ্যে। অনেকের মন্তব্য, অতি মুনাফার লোভে গুদামজাত করা পিয়াজ এখন পচে নষ্ট হচ্ছে। মুনাফার লোভে ন্যায্য মূল্যে বিক্রি না করে, সেই পঁচা পিয়াজ এখন ফেলা হচ্ছে ময়লার ভাগাড় ও কর্ণফুলী নদীতে।

তবে ব্যবসায়ীদের দাবি, মিয়ানমার থেকে আমদানি করা পিয়াজ পঁচা হওয়ায় তারা সেগুলো ফেলে দিচ্ছেন। এ কারণে তাদের ব্যাপক লোকসান হচ্ছে।

খাতুনগঞ্জের পিয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, মিয়ানমার থেকে আমদানি করা পিয়াজ বোটে পানি লেগে নষ্ট হয়েছে। পঁচা পিয়াজ বিক্রি করার সুযোগ নেই। তাই আমদানিকারক নিজেই সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে ফেলে গেছেন।

খাতুনগঞ্জের পিয়াজ আড়তদার সমিতির সাবেক সভাপতি আফসার উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটা অংশ পঁচা। যার কারণে পঁচা পিয়াজ বাদ দিয়ে ভালগুলো বেশি দামে বিক্রয় করতে হয়েছে। এরপরও পঁচে যাওয়ায় আমদানিকারকরা বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করার পর থেকে দফায় দফায় বাড়তে থাকে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে ভালো মানের দেশি পিয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে থাকে। এরপর বেশি কিছুদনি পেঁয়াজের দাম অনেকটাই স্থির ছিল। ৭০ থেকে ৮০ টাকা কেজিতে নেমে এসেছিল।

কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের পর আবারও পেঁয়াজের দাম বেড়ে যায়। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এবং আমদানি করা পিয়াজ আসছে না-এমন অজুহাতে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন, ফলে আবারও ১০০ টাকায় পৌঁছে যায় পেঁয়াজের কেজি।

এরপর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তৃতায় পিয়াজের দাম ডাবল সেঞ্চুরি করার কারণ হিসেবে দেখছেন সংশিষ্টরা। পিয়াজের কেজি ১০০ টাকার নিচে নামা সম্ভব নয়, মন্ত্রীর এই বক্তব্য পিয়াজের দাম বাড়ার বিষয়টিকে আরও উসকে দিয়েছে বলে অভিযোগ উঠে।  

এরপর ১০০ টাকা থেকে পিয়াজের কেজি ১৩০ টাকায় পৌঁছে যায়। এ পরিস্থিতিতে শিল্পমন্ত্রী জাতীয় সংসদে বলেন, পেঁয়াজের দাম স্বাভাবিক আছে। পরের দিন ওই পেঁয়াজের কেজি ১৫০ টাকায় পৌঁছে যায়। বুধবার ১৫০ টাকা থেকে পিয়াজের দাম এক লাফে ১৭০ টাকা হয়।
বৃহস্পতিবার সেই দাম আরও বেড়ে ২০০ টাকায় পৌঁছে যায়। শুক্রবার কোথাও কোথাও তা আরও বেড়ে ২৫০ টাকায় পৌঁছে। এর আগে কখনও দেশের বাজারে এত দামে পিয়াজ বিক্রি হয়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর