× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

মিরাজ-তাইজুলদের উপর বিরক্ত সুনীল যোশি

খেলা

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর (ভারত) থেকে
১৮ নভেম্বর ২০১৯, সোমবার

ইন্দোর টেস্টে দুই স্পিনার নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। টাইগারদের দুই সেরা স্পিন শক্তির উপর ভরসা রাখে দল। একজন তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও অন্যজন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু দু’জনের বোলিং ভারতীয় ব্যাটসম্যানদের উপর কোন ধরণের চাপ তৈরি করতে পারেনি। দু’জনই  রান দেয়াতে সেঞ্চুরি করেছেন। কিন্তু এর মধ্যে উইকেট তুলে নিয়েছেন শুধুমাত্র মিরাজ, তাও একটি। অথচ বাংলাদেশ দলের অন্যতম শক্তিই স্পিন। তাই এমন পারফরম্যান্সের পর সমালোচনা হওয়া স্বাভাবিক।
সাধারণ দর্শক থেকে সংবাদকর্মী; এমনকি ক্রিকেট বোদ্ধা সবাই বিরক্ত টাইগারদের এমন ধারহীন স্পিন আক্রমনে।

এমনকি কিছুদিন আগেও বাংলাদেশের স্পিন কোচের দায়িত্ব পালন করা সুনীল যোশিও বিরক্তি প্রকাশ করেছেন তার শিষ্যদের উপর। তিনি এতটাই চটেছেন যে, শুরুতে স্পিনারদের নিয়ে কথাই বলতে চাননি। তবে সাবেক গুরু বলে কথা, তাই মুখ খুললেন তিনি। দৈনিক মানবজমিনকে যোশি বলেন, ‘ মিরাজ ও তাইজুলের পারফরম্যান্স দেখে আমি খুবই হতাশ। ওরা এত বাজে বল করতে পারে সেটি আমি ভাবিনি। ওদের বল করতে দেখে আমি বিরক্ত বোধ করছিলাম। ওদের কোন কিছুই ঠিক ছিলনা। বল ছাড়া এমনকি নিয়ন্ত্রন কোনটাই করতে পারেনি ঠিক ভাবে।’  

এরই মধ্যে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। ভারতের বিপক্ষে সিরিজে দলের স্পিনারদের নিয়ে কাজ করছেন এই কোচ। তাই সাবেক স্পিন কোচ যোশি স্পিনারদের পারফরম্যান্সের পতন নিয়ে কিছু বলতে রাজি হলেন না। তিনি বলেন, ‘তোমাদের তো নতুন কোচ এসেছে। তিনিই ভালো বলতে পারবেন।’ কথার সুরেই বুঝা গেল ভীষণ অভিমানও আছে। তবে বললেন অনেক কথাই; কেন এমন হার! কলকতায় দ্বিতীয় টেস্ট নিয়ে কি করতে হবে।  ফের ডাক পেলে বাংলাদেশে আসবেন কিনা এই সব প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আসছে দৈনিক মানবজমিনের পাতায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর