× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সড়ক আইন বাস্তবায়নে বাড়াবাড়ি না করার আহ্বান কাদেরের

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৯, সোমবার, ২:২৮ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন যেন বাড়াবাড়ি পর্যায়ে চলে না যায়। পাশাপাশি আন্দোলন, ধর্মঘটের চিন্তা ছেড়ে আইন মেনে গাড়ি চালাতে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের প্রতিও আহ্বান জানান তিনি। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, আইনটি ১লা নভেম্বর থেকে কার্যকর হলেও তা সহনীয়ভাবে প্রয়োগ করা হয়েছে। যাতে সংশ্লিষ্টরা আইন সম্পর্কে ধারণা পায়। দুই সপ্তাহ সময় দিয়ে ১৭ই নভেম্বর থেকে সড়ক পরিবহন আইনটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইনটি যাতে সকলে মেনে চলে সেজন্য রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

এই সড়ক পরিবহন আইনে নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের এ সংক্রান্ত আইনে আগে ছিলো না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরমধ্যে বিশ্বের উন্নত দেশের মতো চালকদের জন্য পয়েন্ট পদ্ধতি রাখা হয়েছে। অপরাধ করলেই পয়েন্ট কাটা যাবে।
আবার এবারই প্রথম পরিবহন মালিকদের আইনের আওতায় আনা হয়েছে। দুর্ঘটনার শিকার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার বিধান যুক্ত হয়েছে। ট্রাফিক ওজন সীমা নির্ধারণের পাশাপাশি পরিবেশ দূষণের বিষয়টি স¤পৃক্ত করা হয়েছে। দুরপাল্লার গাড়ি চালকদের গাড়ি চালানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন আইন আগের তুলনায় কঠোর হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর কারণ শাস্তি দেয়া নয়, সড়কে দুর্ঘটনা কমিয়ে শৃঙ্খলা আনাই প্রধান উদ্দেশ্য।

বিভিন্ন স্থানে ট্রাক চালকদের আন্দোলনের প্রস্তুতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যত চাপ থাকুক আইন বাস্তবায়ন হবেই। তাই আন্দোলনের চিন্তা বাদ দিয়ে আইন মেনে চলতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, যানবাহনগুলোকে শৃঙ্খলায় আনতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) দিন-রাত কাজ করে যাচ্ছে। এটা অনেক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে নতুন করে জনবল নিয়োগ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর রোডে বাস দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশজুড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মুখে সরকার ২০১৮ সালে প্রণয়ন করে সড়ক পরিবহন আইন। আইনটি সংসদে পাস হলেও পরিবহন মালিক ও শ্রমিকদের প্রভাবে তা গেল এক বছরে বাস্তবায়ন করা যায়নি। যা ১লা নভেম্বর থেকে বাস্তবায়ন করছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ছেন, আইনটির আলোকে শিগগরিই বিধি প্রণয়নের কাজও শুরু হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর