× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

জুতা চুরির মামলা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৯, সোমবার, ২:৪৫ পূর্বাহ্ন

স্বর্ণালঙ্কার বা টাকা চুরি-ডাকাতির অভিযোগে মামলা হওয়ার ঘটনা অহরহই ঘটছে। এমন ধারার সঙ্গে সবাই কমবেশি পরিচিত। কিন্তু ভারতের চেন্নাইয়ে সেক্রেটারিয়েট কলোনির পুলিশ শনিবার বিস্মিত হয়ে যায়। এর কারণ, এক ব্যবসায়ী তাদের কাছে গিয়েছিলেন জুতা চুরি যাওয়ার মামলা করতে। ওই ব্যবসায়ীর কমপক্ষে ১০ জোড়া জুতা চুরি গেছে। এর মূল্য কমপক্ষে ৭৬ হাজার রুপি। তাই তিনি মামলা করতে গিয়েছেন। ব্যবসায়ির নাম আবদুল হাফিজ।
তিনি কিলপাউকে দিওয়ান বাহাদুর শানমুগাম স্ট্রিটের একজন বাসিন্দা। পুলিশে হাজির হয়ে অভিযোগ দিয়েছেন যে, তার জুতাগুলো ব্রান্ডের এবং খুব দামী। শনিবার তিনি ঘুম থেকে উঠে দেখেন জুতা নেই। অথচ তিনি বাড়িতে। বাসার মূল দরজা তালা দেয়া। দোতলা এই বাসায়ই প্রবেশপথের কাছে ছিল তার ১০ জোড়া জুতা। এর মধ্যে রয়েছে জুতা এবং স্যান্ডেল। কিন্তু সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দশটার মধ্যে এসব হাওয়া হয়ে যায়। আবদুল হাফিজ সন্দেহজনক কাউকে চলাফেরা করতেও দেখেন নি। ঘর থেকে বের হতে গিয়ে তিনি দেখেন জুতা, স্যান্ডেল কিছুই নেই।

অভিযোগে তিনি সন্দেহের আঙ্গুল তুলেছেন তার প্রতিবেশীদের দিকে। তারা হলেন ব্যাচেলরদের একটি গ্রুপ। তারা হাফিজের পাশেই বাড়ি ভাড়া নিয়েছেন। এ ছাড়া সন্দেহের মধ্যে রয়েছে তার গৃহকর্মীরাও। জবাবে পুলিশ বলেছে, তারা রোববার এ বিষয়ে কোনো কাজ করতে পারেন নি। আজ সোমবার ওইসব ব্যাচেলর যখন তাদের আবাসনে ফিরবেন তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া ওই বাসার সিসিটিভি ফুটেজও চেক করে দেখছে পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর