× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বালিয়াকান্দিতে বীমাকর্মীকে গণধর্ষণের অভিযোগ

বাংলারজমিন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে পপুলার ইন্স্যুরেন্সের এক কর্মী (৩২) দুই সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় গতকাল সকালে বালিয়াকান্দি থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ৩ আসামিরা হলেন, বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের রুকু বিশ্বাসের ছেলে মো. সাদ্দাম (২৫), মো. মারুফ (২৬) এবং মো. কামরুল (২৫) উভয় পিতা: অজ্ঞাত।
এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার বীমা কোম্পানির ওই নারী কর্মী ১৬ই নভেম্বর রাজবাড়ী জেলা বীমা অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির অদূরে বহরপুর বাজারের কাছে পৌঁছালে উক্ত আসামিগণ তাকে জোরপূর্বক অটোবাইকে উঠিয়ে ফাঁকা মাঠের মধ্যে স্যালো মেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে এবং তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। ধর্ষণের পর তাকে আসামিরা একটি অটোভ্যানে পাঠিয়ে দেয়। পরে সে অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা গ্রহণ করেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত বলেন, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী প্রেরণ করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর