× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাঠে নামলেই রেকর্ড গড়বেন ১৬ বছর বয়সী নাসিম

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, বুধবার

ব্রিসবেন গ্যাবায় আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহর। পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী বলেন, ‘আমরা আগামীকাল ম্যাচের আগে একাদশ ঘোষণা করবো। তবে, নাসিম একাদশে থাকছে এটা নিশ্চিত। তার বোলিং সত্যিই দুর্দান্ত। ’ ১৬ বছর ২৭৮ দিন বয়সী নাসিম হতে যাচ্ছেন পাকিস্তানের তৃতীয় ও ক্রিকেটবিশ্বের চতুর্থ সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এর কম বয়সে আর কোনো ক্রিকেটারেরই অভিষেক হয়নি। অজিদের বিপক্ষে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল ভারতের হরভজন সিংয়ের। ১৯৯৮ সালে ১৭ বছর ২৬৫ দিনে।
অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন বলেন, ‘ টেস্ট ক্রিকেট ১৬ বছর বয়সী পেসারের খেলা অস্বাভাবিকই বটে। তবে নাসিম সত্যিই দুর্দান্ত এক প্রতিভা। পাকিস্তান এ ধরনের ভালো মানের পেসার পেয়ে থাকে।’
 সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ বছর ২২৭ দিনে অভিষেক হয় এই পাকিস্তানির। এরপর রয়েছেন পাকিস্তানের মুস্তাক মুহাম্মদ। ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বছর ১২৪ দিন বয়সে টেস্ট অভিষেক হয় তার। তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বছর ১২৮দিন বয়সে অভিষেক হয় শরীফের।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এ ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে আজহার আলীর দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর