× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জবি কর্মকর্তার অনিয়ম করে পদোন্নতিঃ তদন্ত কমিটি গঠন

শিক্ষাঙ্গন

জবি প্রতিনিধি
(৪ বছর আগে) নভেম্বর ২০, ২০১৯, বুধবার, ৬:০১ পূর্বাহ্ন

অনিয়ম করে পদোন্নতি নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেনের অপরাধ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৭ই নভেম্বর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ১০ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের গাড়ি (ঢাকা মেট্রো চ ৫৬-১৬১৩) মাইক্রোবাসটি নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ঢাকার বাহিরে নিয়ে যান আনোয়ার হোসেন। এবিষয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে উক্ত বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়। আনোয়ার হোসেনের ব্যাখ্যা ও আনিত অভিযোগ পারস্পরিক সাংঘর্ষিক হওয়ায় যথাযথ তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যানের পরিচালক ড. আব্দুল বাকিকে আহ্বায়ক এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও অর্থ-হিসাব শাখার পরিচালক কাজী নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) জাহিদ আলমকে সদস্য ও সহকারী রেজিস্ট্রার (আইন) এডভোকেট রন্জন কুমার দাসকে সদস্য সচিব করা হয়।

এর আগে ২রা নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে ‘সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ’ শিরোনামে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পরেরদিন ৩রা নভেম্বর এই কর্মকর্তাকে ট্রেজারার দপ্তর থেকে ‘তড়িগড়ি’ বদলি করে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরে পাঠানো হয়। এদিকে নিয়োগ জালিয়াতি করে পদোন্নতি নেয়াসহ আরও নানা অভিযোগ থাকা সত্বেও এই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন দপ্তর পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এবং নিয়োগ জালিয়াতি করে পদোন্নতি নেয়ার বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এবিষয়ে জানতে তদন্ত কমিটির আহ্বায়ক ড. আব্দুল বাকির সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর