× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

পিয়ার হাত ধরে এলো তৃতীয় সোনা

সাউথ এশিয়ান গেমস- ২০১৯

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু (নেপাল থেকে)
৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার

কারাতে থেকে বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন মারজানা আক্তার পিয়া। সবমিলিয়ে সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) দুই দিনে বাংলাদেশ মোট তিনটি স্বর্ণপদক জিতলো। আজ (মঙ্গলবার) মেয়েদের কুমি অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান পিয়া। এর আগে সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।
আজ এসএ গেমসের দ্বিতীয় দিনে কারাতে থেকে প্রথম পদক জেতেন মোহাম্মদ আল আমিন। কুমি ৬০ কেজি ওজন শ্রেণি ফাইনালে আল আমিন হারান পাকিস্তানের প্রতিযোগীকে।
গতকাল প্রথম দিনে তায়কোয়ান্দোর ২৯ কেজি বা তার অধিক ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন দিপু চাকমা। কারাতে থেকে দুটি রৌপ্য পদক এসেছে। পুরুষ একক কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মোস্তফা কামাল। একই ইভেন্টে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জেতেন মাউন জেরা বর্ণা।
এছাড়া তায়কোয়ান্দোতে ছয়টি ও কারাতে থেকে সাতটি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
কারাতে ট্রেনিং সেন্টারে হোমায়রা আক্তার অন্তরার হাত ধরেই প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের অন্তরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর