× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আয়োজন ছিল ব্যতিক্রমী

বিনোদন

স্টাফ রিপোর্টার
৪ ডিসেম্বর ২০১৯, বুধবার

প্রতিষ্ঠার ৪৪ বছর উপলক্ষে ‘আমরা সূর্যমুখী’ উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের একক সংগীত সন্ধ্যার আয়োজন করে সম্প্রতি। রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী আয়োজনের এ সন্ধ্যায় হল ভর্তি দর্শক দিঠির গান মুগ্ধ হয়ে উপভোগ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরিফিন সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন গীতিকবি, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, নৃত্যশিল্পী, অভিনেত্রী লায়লা হাসান, মুক্তিযোদ্ধা সংগীতশিল্পী শাহীন সামাদ ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন আমরা সূর্যমুখী’র নির্বাহী পরিচালক সেলিম। উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানের শুরু হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যের মধ্যদিয়ে। সবাই দিঠির সংগীত সাধনা এবং তার গায়কীর প্রশংসা করেন।
অতিথিদের বক্তব্য শেষে গান গাওয়ার জন্য মঞ্চে উঠেন দিঠি আনোয়ার। শুরুতেই তিনি পরিবেশন করেন ‘মাগো আজ তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেবো না’। প্রথম গান দিয়েই হলভর্তি শ্রোতা-দর্শকের মন ভরিয়ে দেন দিঠি। এরপর একে একে তিনি গেয়ে শোনান ‘গীতিময় সেই দিন’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘সে যে কেনো এলো না’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’, ‘পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম’, ‘এক নজর না দেখলে বন্ধু, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘তোমাকে চাই আমি আরো কাছে’ শীর্ষক গানগুলো। প্রতিটি গানে দিঠি তার অসাধারণ কণ্ঠ ও গায়কী দিয়ে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর