× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রসঙ্গ: বিদেশি সিরিয়াল সম্প্রচার /আসছে প্রিভিউ কমিটি

বিনোদন

স্টাফ রিপোর্টার
৪ ডিসেম্বর ২০১৯, বুধবার

একটা সময় বাংলাদেশ টেলিভিশনে দর্শক ডাবিংকৃত অনেক বিদেশি সিরিয়াল দেখেছেন। এরমধ্যে ‘আলিফ লায়লা’, ‘হাতিম তাই’, ‘হারকিউলিস’সহ বিভিন্ন সিরিয়াল দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। এ সিরিয়ালগুলো নিয়মনীতি মেনেই প্রচার হতো। স্যাটেলাইটের যুগে গেল কয়েক বছর বিদেশি সিরিয়াল আবারো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। বিশেষ করে  দীপ্ত টিভিতে তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ জনপ্রিয় হওয়ার পর প্রায় সব চ্যানেলেই শুরু হয়েছে বিদেশি টিভি সিরিয়াল প্রচারের হিড়িক। এই চ্যানেলে এখন প্রচার হচ্ছে ‘ফাতেমাগুল’ এটিএন বাংলায় ‘জান্নাত’। এছাড়া এস এ টিভি, একুশে টিভি ও নাগরিক টিভিসহ আরো কয়েকটি চ্যানেলে নিয়মিত ডাবিংকৃত বিদেশি সিরিয়াল প্রচার হচ্ছে।

বিদেশি সিরিয়াল প্রচার নিয়ে দেশি টিভি নাটকের সংগঠনগুলো বিভিন্ন সময় নানা অভিযোগ করেন।
অবশেষে টিভি নাটকের ‘অভিনয় শিল্পী সংঘ’ ও ‘ডিরেক্টরস গিল্ড’সহ চারটি সংগঠন এ বিষয়ে তথ্যমন্ত্রণালয়ে তাদের কথা জানান। সেই প্রেক্ষিতে বিদেশি সিরিয়াল প্রচারে আসছে প্রিভিউ কমিটি। বিদেশি টিভি সিরিয়াল প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের এ কমিটি থেকে অনুমোদন নিতে হবে। টিভি নাটকের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ গণমাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। গত ২৭শে নভেম্বর প্রকাশ হওয়া তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, গঠন করা হয়েছে প্রিভিউ কমিটি। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি এবং উপসচিবকে (টিভি ২) সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

এখানে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা যাকের এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ থেকে একজন করে প্রতিনিধি। তবে এখনো অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি দেওয়া হয়নি বলে জানা যায় দুটি সংগঠন থেকে। এই কমিটি ডাবিংকৃত কোনো বিদেশি অনুষ্ঠান বা সিরিয়াল দেখার পর অনুমতি দিলে তবেই সেটি চ্যানেলে প্রচারের যোগ্যতা পাবে; অন্যথায় নয়। ডিরেক্টরস গিল্ডের পক্ষ  থেকে সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, সোমবার আমি বিষয়টি জেনেছি। আমরা চারটি সংগঠন এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। কিন্তু কমিটিতে দুটি সংগঠন রাখা হয়েছে। তাই এখনো আমাদের সংগঠন থেকে কে প্রতিনিধি হবেন বলতে পারছি না। তবে এমন একটি প্রিভিউ কমিটি হচ্ছে জেনে ভালো লাগছে।  কারণ সব কিছুর একটা নিয়ম থাকতে হয়। কিন্তু আমাদের নিয়ম ছাড়াই সব প্রচার হচ্ছে। এবার হয়তো নিয়মের মধ্যে আসবে টিভি চ্যানেলগুলো। টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, খুবই ভালো লাগছে যে অবশেষে বিদেশি অনুষ্ঠান ও সিরিয়াল ডাবিং করে প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে।

প্রিভিউ কমিটিটা দরকার ছিল। সবার সম্মিলিত অংশগ্রহণে দেশের সংস্কৃতির স্বার্থ রক্ষা পাবে বলে মনে করি আমি। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোজিনা সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে প্রতি সপ্তাহে ২/৩ দিন তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রিভিউ অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রিভিউ অনুষ্ঠানে কমিটির ৭৫ ভাগ সদস্যের উপস্থিত থাকতে হবে। পরপর ৩টি প্রদর্শনীতে যুক্তিসংগত কোনো কারণ ছাড়া কোনো সদস্য অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। যেকোনো কারণে কোনো সদস্যপদ শূন্য হলে সভাপতি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে প্রস্তাব করবেন। এই কমিটিতে দায়িত্ব পাওয়া সদস্যরা সরকারি নিয়ম অনুযায়ী সম্মানীও পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর