× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধু বিপিএল / রংপুরে কোচ ফ্লাওয়ারের জায়গায় ও’ডনেল

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০১৯, বুধবার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল রংপুর রেঞ্জার্সের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক। তবে দলটির সঙ্গে থাকছেন না প্রধান কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। জিম্বাবুইয়ান কোচের কোচের জায়াগায় রংপুরে দেখা যাবে নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেলকে। দ্বিতীয়বারের মতো বিপিএলের আসরে কোচিং করাবেন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হাত ধরে বিপিএলে কোচিং অভিষেক ঘটে রফিকের। বিপিএল ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হাই পারফরম্যান্স ইউনিটের পরামর্শক হিসেবেও কাজ করেছেন এই তারকা ক্রিকেটার। এদিকে বিপিএল শুরুর আগেই রংপুরের প্রধান কোচের পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার। ১৭ই নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের ড্রাফটে দলটির কোচ হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
তবে নতুন চাকরির কারণে সরে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের  সাবেক এই ব্যাটিং কোচ। রংপুরের কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের হয়ে কাজ করা শ্রীনিবাস। রংপুরের পরিচালক আকরাম খান বলেন, ‘আমাদের হেড কোচ ও কম্পিউটার বিশ্লেষক ছাড়া বাকি সব স্টাফ স্থানীয়। আমরা এবার স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছি। সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছি বাবুকে। গ্র্যান্ট শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছে। এ কারণে বিপিএলে কাজ করবে না। তার জায়গায় আসছেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল। আর কম্পিউটার বিশ্লেষক হিসেবে নিয়োগ দিয়েছি জাতীয় দলের শ্রীনিবাসকে।’
 
গ্র্যান্ট ফ্লাওয়ারের পরিবর্তে রংপুর রেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়া মার্ক নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি লীগ ‘সুপার স্ম্যাশে’ গত ১১ বছর ধরে কোচিং করাচ্ছেন। এই সময়ে কেবলমাত্র অকল্যান্ড দলকে কোচিং করিয়েছেন তিনি। ১১ বছরে দলটিকে ৮ টি শিরোপাও জিতিয়েছেন মার্ক ও’ডনেল। ২০১৮ সালে নিউজিল্যান্ড জাতীয় দলের কোচিং পদের জন্য আবেদন করেন মার্ক। তবে গ্যারি স্টিডের কাছে হেরে যান।

এদিকে বিপিএল ড্রাফট থেকে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শেই হোপকে দলে ভিড়িয়েছিল রংপুর। তবে আন্তর্জাতিক ব্যাস্ততার কারণে হোপকে পাবে না রংপুর। তার জায়গায় পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দলটি। এছাড়াও ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের এক খেলোয়াড়কে আনার চেষ্টা করছে দলটি। রংপুরের পরিচালক আকরাম খান বলেন, ‘ড্রাফটের বাইরে তেমন প্লেয়ার পাইনি। তবে সমারসেটের একটা প্লেয়ারকে আনার চেষ্টা করছি। অতো নামিদামী ক্রিকেটার না হয়ত। আজ কিংবা আগামীকালর মধ্যে সে নিশ্চিত করবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর