× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো কোপায় আর্জেন্টিনার সামনে চিলি

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০১৯, বুধবার

লিওনেল মেসির আর্জেন্টিনা ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছিল। এ বছরের কোপার শেষ ম্যাচও ছিল চিলির সঙ্গে। আবার এই চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০ কোপার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনার সঙ্গে ‘এ’ গ্রুপে চিলি ছাড়াও আছে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ে।
কোপা ২০২০ এ মাত্র দুটি গ্রুপ করা হয়েছে। ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও কাতার। প্রতিটা গ্রুপে দলগুলো নিজেরা একে অন্যের বিপক্ষে খেলবে। চারটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে।
সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।
১২ জুন আর্জেন্টিনা চিলির বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। আর ৩০ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ব্রাজিল ১৪ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়েলার সাথে। আর ১ জুলাই শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের সঙ্গে। ফাইনাল হবে ১২ জুলাই। আর্জেন্টিনার হবে নিজেদের মাঠ বুয়েনস এইরেসে মনুমেন্টাল স্টেডিয়ামে। খেলা হবে কলম্বিয়ায়ও, ফাইনালও হবে সেখানে।
গ্রুপ এ : আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু , কাতার
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর