বাংলারজমিন

রাজিবপুরে সফল আত্মকর্মীদের অগ্রগতি নিয়ে কর্মশালা

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

২০১৯-১২-০৫

 উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় উপজেলায় উপকারভোগীদের নিয়ে প্রকল্পের অগ্রগতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজিবপুর উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় বেকার যুবদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সময়ে ঋণ সহযোগিতা দিয়ে সফল আত্মকর্মী গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। কর্মশালায় আত্মকর্মীদের অগ্রগতি, সমস্যা ও সমস্যার সমাধান বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উত্তরবঙ্গ প্রকল্পের পরিচালক আ. রেজ্জাক, প্রকল্প উপ-পরিচালক শাহ মো. আ. রউফ, কুড়িগ্রাম জেলা উপ-পরিচালক কেএম আ. মতিনসহ অনেকেই।


, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিবসহ অনেকেই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status