× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চার মাসেরও বেশি

বিনোদন

স্টাফ রিপোর্টার
৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

এ বছরের ১৪ই এপ্রিল পর্যন্ত টানা চার মাসেরও বেশি সময় কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন নগর বাউল জেমস। আগামীকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট দিয়ে শুরু হচ্ছে এ তারকার কনসার্ট মৌসুম। এছাড়া ৮ই ডিসেম্বর বিপিএল’র মঞ্চে গাইবেন তিনি। এই সময়টায় দেশের অনেক শহরে মঞ্চ মাতাবেন জেমস। এর মধ্যে ১৩ই ডিসেম্বর ঢাকা, ২৬শে ডিসেম্বর
নওগাঁ, ২৭শে ডিসেম্বর রাজশাহীতে শোনা যাবে তার গান। ২১শে ফেব্রুয়ারি এ তারকা গাইবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ কনসার্টে। মার্চে গাইবেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে কনসার্ট করবেন তিনি।  জেমস ও ‘নগর বাউল’-এর ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন,  প্রতিবছরই এ মৌসুমে দেশজুড়ে কনসার্ট করে থাকেন জেমস ভাই।
এবার টানা চার মাসেরও বেশি সময় স্টেজে থাকবেন তিনি। সেজন্য নিজেকে প্রস্তুতও রেখেছেন। ভক্ত-শ্রোতাদের সঙ্গে এই সময়টা তিনি বেশ উপভোগ করবেন আশা করি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর