× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

মুজিববর্ষের ক্রিকেটে যুক্ত হচ্ছে ভারতও

খেলা

স্পোর্টস রিপোর্টার
৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্রিকেট আয়োজনে যুক্ত হচ্ছে ভারতও। মুজিব বর্ষে আগামী মার্চে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এশিয়ান অল স্টার একাদশ ও বিশ্ব একাদশে ভাগ হয়ে ম্যাচ দুটি খেলবেন সারা বিশ্বের তারকা ক্রিকেটাররা। আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে সরাসরি যুক্ত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) !
দুই দিন আগে মুম্বাইয়ে বোর্ডের বার্ষিক সভা শেষে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন, মার্চে তারা বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবেন। আর এই ম্যাচ দিয়ে উদ্বোধন হবে আহমেদাবাদের ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নতুন সরদার প্যাটেল স্টেডিয়ামের। প্রায় ৭০০ কোটি রুপি ব্যয়ে সংস্কার করে নবরূপ দেয়া আহমেদাবাদের এই স্টেডিয়ামটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেটির উদ্বোধন করার কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিসিসিআই উপলক্ষটা আরও বড় করতে সেখানে আয়োজন করতে চাইছে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবির কথা যদিও আসেনি সৌরভের মন্তব্যে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে হতে যাওয়া দুটি টি-টোয়েন্টির জন্য বিসিবি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কিছু তারকা ক্রিকেটার চায়, তখনই এসেছে আইডিয়াটা-ওই দুটি ম্যাচের সঙ্গে আরেকটা ম্যাচ জুড়ে দিলেই আয়োজন হতে পারে দুর্দান্ত একটা সিরিজ। যে সিরিজের শেষ ম্যাচটি হতে পারে আহমেদাবাদে। বিসিসিআইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী মার্চে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টা আলোচনার পর্যায়ে আছে। তিনি (সৌরভ গাঙ্গুলী) যদি বলে থাকেন, সেটা এ আলোচনার প্রেক্ষাপটেই বলেছেন। তারা বিষয়টা আরও এগিয়ে নিচ্ছে। যেকোনো সময়ে বসে এটা নিয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।’ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে মার্চের তৃতীয় সপ্তাহে। প্রথম দুটি ম্যাচ মিরপুরে আর তৃতীয়টি হবে আহমেদাবাদে। বিসিবি গত জুলাইয়ে দুটি ম্যাচের আইসিসির অনুমোদন নিয়ে রেখেছে। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনুমোদন নেয়া হয়েছে তাদের ম্যাচটির জন্যও। এবার দুই বোর্ড মিলে সূচি তৈরি করবে। তৈরি করবে দল। যেহেতু বিসিসিআই হাত বাড়িয়ে দিয়েছে বিসিবির দিকে, এ সিরিজে ভারতের তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিতই বলা যায়। মিরপুরের দুটি ম্যাচ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। আহমেদাবাদের ম্যাচটিও কি বঙ্গবন্ধুর নামে হবে? নিজামউদ্দিন বলেন, ‘টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ যেহেতু আমাদের, একটি ম্যাচ অন্য দেশে হলেও এটির নাম বদলে যাওয়ার সুযোগ নেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর