খেলা

প্রয়োজনে ‘গুরু’ ওয়েঙ্গারকে পাশে পাবেন আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক

২০১৯-১২-০৫

ব্রাইটনের মুখোমুখি হওয়ার আগে আর্সেনালের অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি লিউনবার্গ বলেন, ‘আমি আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে কথা বলতে চাই। এখনো সময় করে উঠতে পারিনি। তবে আমি তার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চাই।’ প্রতিপক্ষের মাঠে আজ ব্রাইটনের মোকাবিলা করেব গানাররা। টানা ৮ ম্যাচে জয় হীন আর্সেনাল। গত সপ্তাহে স্প্যানিয়ার্ড কোচ উনাই এমেরিকে সরিয়ে আর্সেনালের দায়িত্ব দেয়া হয় সাবেক তারকা ফ্রেডি লিউনবার্গকে। কিন্তু ভাগ্য বদলায়নি গানারদের। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে নরউইচ সিটির সঙ্গে ২-২ গোলের ড্রতে হোঁচট খান অন্তর্বতীকালীন কোচ লিউনবার্গ। ক্যারিয়ারে আর্সেন ওয়েঙ্গারের শিষ্য ছিলেন ফ্রেডি। আর শিষ্যের এমন চাওয়ায় হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন ফরাসি কোচ ওয়েঙ্গার। ৭০ বছর বয়সী ওয়েঙ্গার বলেন, ‘যদি ফ্রেডির আমাকে প্রয়োজন হয়। তবে অবশ্যই আমি তার জন্য আছি। ফ্রেডি দারুণ একজন মানুষ। সে তার কাজের প্রতি সম্মান দেখায়। আর ফ্রেডি এখানে অনেক দিন থাকতে এসেছে। আমি তার সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করবো। তাকে নিজস্বভঙ্গিতে কাজ করতে সমর্থন করবো। আমার হৃদয় সবসময় আর্সেনালের সঙ্গে থাকে। আর আমি তাদের ভালোটাই চাই।’
কোচ আর্সেন ওয়েঙ্গার ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেন। আর ১৯৯৮ সালে আর্সেনালে যোগ দেন সুইডিশ তারকা ফ্রেডি লিউনবার্গ। ২০০৭ সালে ওয়েঙ্গার থাকাকালে আর্সেনাল ছেড়ে দেন ফ্রেডি। ২২ বছরের দায়িত্ব শেষে ২০১৮ সালে আর্সেনাল ছাড়েন ওয়েঙ্গার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status