× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কুড়িগ্রাম সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে আবুল হাশেম (২৫) নামে গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৭টায় গুলিবিদ্ধ হাশেমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে ভর্তি করা হয়। ওইদিন রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররাতে আবুল হাশেমসহ ৪-৫ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় তারা আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব পিলার ৮এস/অস্থায়ী ৭টি পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকায় দুশ’ গজ
অভ্যন্তরে প্রবেশ করে। ভারতীয় ৪১ বিএসএফ মন্ত্রীর চর বিওপি’র জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় আবুল হাশেম মাথার পাশে গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত আবুল হাশেমকে তার সঙ্গীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে প্রথমে গোপনে চিকিৎসার ব্যবস্থা করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বিকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ বুধবার রংপুর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নিহত যুবক নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়ের চর এলাকার আবু বক্কর সিদ্দিকের পুত্র। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর