× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

গাঁজা সেবনে নোবিপ্রবিতে ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩ ছাত্রীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই বিবি খাদিজা হলে থাকতেন। ছাত্রী হলে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগে তিন ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোবিপ্রবির হযরত বিবি খাদিজা হলের প্রভোষ্ট স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১৫ই নভেম্বর রাতে বিবি খাদিজা হলের আবাসিক শিক্ষার্থী কর্তৃক গাঁজা সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে হল কর্তৃপক্ষ বিশবিদ্যালয়ের শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মো. আতিকুর রহমান মানবজমিনকে বলেন, হলে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের কয়েকদিনের মধ্যে বৈধ হতে হবে নতুবা হল ত্যাগের নির্দেশ দেয়া হবে। ছাত্রীদের অভিযোগ তদন্ত করে হলের ৩১৪নং কক্ষের (ব্যবসায় প্রশাসন বিষয়) ছাত্রী নাফিসা নাভেরা নাফসি ও একই হলের ৭১১ নং কক্ষের (অর্থনীতি) ছাত্রী মাহমুদা আক্তার দিপ্তির হলের সীট বরাদ্দ স্থায়ী ভাবে বাতিল করে আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া হলের ৪০৫ নং কক্ষের (বায়োকেমিস্টি এন্ড মালিকুলার বায়োলোজি) ছাত্রী উম্মে রুখসানা ইতিকে ১ হাজার টাকা জরিমানা করে ৩ দিনের ভেতর হল প্রভোষ্টে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর