× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মুজিব বর্ষ উদযাপনে জেলা পরিষদের কর্মসূচি

বাংলারজমিন

নীলফামারী প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক বছরবাপী কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৭ই মার্চ থেকে শুরু হতে যাওয়া মুজিব বর্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’ এ স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যদল অংশ নেবেন। গতকাল নীলফামারী জেলা পরিষদ হলরুমে মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুজিব বর্ষ উৎযাপনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা দেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শহিদুল ইসলাম, দৌলত জাহান ছবি, আরিফা সুলতানা লাভলী, সাংস্কৃতিক কর্মী গোলাম মোস্তফা, ইমু ও রাফিন প্রমুখ।


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর