খেলা

পেইনের ওপর ‘দাদাগিরি’ নিয়ে মুখ খুললেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

২০১৯-১২-০৭

অস্ট্রেলিয়া-পাকিস্তানের অ্যাডিলেড টেস্টের ঘটনা। ম্যাচ দেখতে দেখতে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেলের মনে হলো, অধিনায়ক টিম পেইনকে নিজের ইচ্ছামতো ফিল্ডিং সাজাতে দিচ্ছেন না সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। পেইনের ওপর ‘দাদাগিরি’ করছেন। চ্যাপেল বললেন, ‘পেইনকে অগ্রাহ্য করেই ম্যাচের মধ্যে ফিল্ডিং সাজাচ্ছিল স্মিথ। অফ সাইডে একজন ফিল্ডারকে চাচ্ছিল স্মিথ। এ জন্য পেইনের সঙ্গে কথাও বললো টুকটাক। তবে স্মিথের কথামতো পেইন ওই ফিল্ডারকে অফসাইডে পাঠালো বলে মনে হলো না। তারপর স্মিথ নিজেই সিদ্ধান্ত নিয়ে অফসাইডে ফিল্ডার পাঠিয়ে দিলো। বিশ্বাস করুন, এগুলো দেখতে ভালো লাগে না। এসব কাজ ইংল্যান্ডকে করতে দেখেছি আজীবন। দলের ছেলেরা যখন ইচ্ছা তখন ফিল্ডিং সাজাচ্ছে, অধিনায়কের কথা না মেনে।’ চ্যাপেলের ইঙ্গিত স্পষ্ট, দলের মধ্যে অধিনায়ক হিসেবে পেইনের কর্তৃত্ব খর্ব করতে চাইছেন স্মিথ। সেই সমালোচনার জবাবে স্মিথ মুখ খুললেন। গতকাল স্টিভেন স্মিথ বলেন, ‘সতীর্থ হিসেবে পেইনকে সাহায্য করাই আমার লক্ষ্য। ও অধিনায়ক হিসেবে অসাধারণ কাজ করছে। আমি শুধু মাঝে মাঝে চেষ্টা করি ওকে পরামর্শ দিতে। এর চেয়ে বেশি কিছু না। দলকে সব রকম সাহায্য করাই আমার লক্ষ্য। এর বাইরে আমার কোনো অভিসন্ধি নেই। পেইনের গুরুত্ব খর্ব করতে চাওয়ার তো প্রশ্নই আসে না।’ অ্যাশেজে দুর্দান্ত খেললেও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বেশ ম্রিয়মাণ ছিলেন স্মিথ। দুই টেস্টে স্মিথের সাকুল্যে সংগ্রহ ৪০ রান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status