× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রংপুর রেঞ্জার্সে জুনাইদ-শেহজাদ

খেলা

স্পোর্টস রিপোর্টার
৭ ডিসেম্বর ২০১৯, শনিবার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রেঞ্জার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান ও ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে। ১৭ই নভেম্বর ড্রাফট থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেই হোপকে দলে ভেড়ায় দলটি। তবে ভারতের সঙ্গে সিরিজ থাকায় এই ক্রিকেটারকে না পাওয়ার গুঞ্জন রয়েছে। মারকুটে ব্যাটসম্যান শেহজাদ বিপিএলের প্রথম আসরে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকান। তার আগে ক্রিস গেইল দুটি ও ডোয়াইন স্মিথ একটি সেঞ্চুরি পান ঐ আসরে। ২০১২ সালে বরিশাল বারনার্সের হয়ে রাজশাহীর বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার সর্বোচ্চ ইনিংস। এই পর্যন্ত ২১২টি টি-টোয়েন্টিতে ৫৯১৮ রান সংগ্রহ শেহজাদের।
২০১৬ থেকে টানা তিন মৌসুম খুলনা টাইটান্সের হয়ে খেলেন জুনাইদ খান। বিপিএলে ২৩ ম্যাচে ৩৬ উইকেট শিকার এ পাকিস্তানি পেসারের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচে ১৬৮ উইকেট রয়েছে জুনাইদের ঝুলিতে। জুনায়েদ রংপুর কর্তৃপক্ষের টুইটটি রিটুইট করে লিখেছেন, ‘আমি যেখানে খেলার সুযোগ পাই সেখানে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি এই মৌসুমে রংপুরকে জেতানোর জন্য নিজের সেরা চেষ্টা করবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর