খেলা

রংপুর রেঞ্জার্সে জুনাইদ-শেহজাদ

স্পোর্টস রিপোর্টার

২০১৯-১২-০৭

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রেঞ্জার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান ও ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে। ১৭ই নভেম্বর ড্রাফট থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেই হোপকে দলে ভেড়ায় দলটি। তবে ভারতের সঙ্গে সিরিজ থাকায় এই ক্রিকেটারকে না পাওয়ার গুঞ্জন রয়েছে। মারকুটে ব্যাটসম্যান শেহজাদ বিপিএলের প্রথম আসরে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকান। তার আগে ক্রিস গেইল দুটি ও ডোয়াইন স্মিথ একটি সেঞ্চুরি পান ঐ আসরে। ২০১২ সালে বরিশাল বারনার্সের হয়ে রাজশাহীর বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার সর্বোচ্চ ইনিংস। এই পর্যন্ত ২১২টি টি-টোয়েন্টিতে ৫৯১৮ রান সংগ্রহ শেহজাদের। ২০১৬ থেকে টানা তিন মৌসুম খুলনা টাইটান্সের হয়ে খেলেন জুনাইদ খান। বিপিএলে ২৩ ম্যাচে ৩৬ উইকেট শিকার এ পাকিস্তানি পেসারের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচে ১৬৮ উইকেট রয়েছে জুনাইদের ঝুলিতে। জুনায়েদ রংপুর কর্তৃপক্ষের টুইটটি রিটুইট করে লিখেছেন, ‘আমি যেখানে খেলার সুযোগ পাই সেখানে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি এই মৌসুমে রংপুরকে জেতানোর জন্য নিজের সেরা চেষ্টা করবো।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status