বাংলারজমিন

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০১৯-১২-০৮

 সোনারগাঁ ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ যাত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত মো. হুমায়ুন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার মৃত. আব্দুল হাইয়ের ছেলে। এদিকে যাত্রীবাহী দু’টি লঞ্চের মখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটনের জন্য বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ সদরঘাট নদী-বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status