× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলারজমিন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০১৯, রবিবার

 সোনারগাঁ ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ যাত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত মো. হুমায়ুন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার মৃত. আব্দুল হাইয়ের ছেলে। এদিকে যাত্রীবাহী দু’টি লঞ্চের মখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটনের জন্য বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ সদরঘাট নদী-বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর