× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় শীতবস্ত্র পেলো দেড়শ’ হতদরিদ্র

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০১৯, রবিবার

পাকুন্দিয়ায় দেড় শতাধিক হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে তারাকান্দি বাজার ঈদগাহ্‌ মাঠে সংগঠনটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের আয়কর আইনজীবী অ্যাডভোকেট এনামুল হাসান। তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, বিশিষ্ট শিল্পপতি রবিউল করিম জনি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নোমান মোল্লা। হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য বাবুল আহম্মেদ, তারাকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ও মুক্তিযোদ্ধা মো.তাহের উদ্দিন প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর