× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বরুড়া আওয়ামী লীগের সভাপতি নজরুল সম্পাদক লিংকন

বাংলারজমিন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০১৯, রবিবার

বরুড়ায় হামলা ককটেল বিস্ফোরণ ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বরুড়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল বরুড়ায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনস্থল ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের এএসআই দুলন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি, সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামী, যুবলীগ নেতা নাছির হোসেন আহত হলে উপজেলা প্রশাসন সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করে, পরবর্তীতে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবদুর রহিমের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন পুনরায় শুরু হয়। সভায় উপস্থিত পনের ইউনিয়ন ও পৌরসভার মোট ৬১২ জন কাউন্সিলর ও তিন হাজার ডেলিগেটরের উপস্থিতিতে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমুল আলম চৌধুরী নজরুলকে সভাপতি ও মো. নাছির উদ্দিন লিংকনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এদিন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আবদুর রশিদের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজ আহম্মেদ, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক আমলা কায়ছুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. কামাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বকতার হোসেন, জিয়াউল কাউসার, পৌর যুবলীগের আহ্বায়ক শাহিনুর হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান লায়ন রবিউল আলম, শাকপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, শিলমুড়ী দ. ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন ভুঁইয়া, শিলমুড়ী উ. ইউপি চেয়ারম্যান আবু ইসহাক, খোশবাস দ. ইউপি চেয়ারম্যান আবদুর রব, খোশবাস উ. ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হাসান সর্দার, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আইয়ুব আলী, মো. শাহআলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল হোসেন ভুঁইয়া, সাবেক এজিএস মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান মজুমদার প্রমুখ। সভায় নবনির্বাচিত সভাপতি সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল ও মো. নাছির উদ্দিন লিংকন বলেন, আগামী দিনগুলোতে সুন্দর বরুড়া বিনির্মাণে উপজেলার আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানান। একইদিন আওয়ামী লীগের অপর গ্রুপ বরুড়া জিরো পয়েন্টে উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামকে সভাপতি, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর