খেলা

লাকসামে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

২০১৯-১২-০৮

লাকসামে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টভ। গতকাল বিকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।  কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম সাইফুল আলম, সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, ভাইস চেয়ারম্যান মহব্বত আলীসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।  এসময় প্রধান অতিথি স্থানীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমেই যুবসমাজকে সকল অন্যায় ও অপরাধ কর্মকাণ্ড থেকে দুরে রাখা সম্ভব। প্রথম ম্যাচে লাকসাম উপজেলা সদর দক্ষিণ উপজেলাকে ট্রাইবেকারে ৩-২ গোলে  হারায়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status