× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাতের ম্যাচ নিয়ে ভয়ে মিনহাজুল আবেদিন

খেলা

স্পোর্টস রিপোর্টার
৮ ডিসেম্বর ২০১৯, রবিবার

ডিসেম্বর মাস, বাংলদেশ জুড়ে বইতে শুরু করেছে শীতের হীমেল হাওয়া। সন্ধ্যা নামতেই নেমে আসে কুয়াশা। শিশিরে ভিজে যায় সবকিছু। বিশেষ করে মাঠের ঘাসের দখল নিয়ে নিবে শীতের রাতের শিশির। এ কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার  লীগের রাতের ম্যাচগুলো নিয়ে শঙ্কায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বঙ্গবন্ধু বিপিএলে এবার অংশ নিচ্ছে ৭ দল। এর মধ্যে কুমিল্লা পরিচালিত হবে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে। এই দলটির টিম ম্যানেজম্যান্টে আছেন মিনহাজুল আবেদিন।
গতকাল দলের অনুশীলনের ফাঁকে নান্নু বলেন, ‘আবহাওয়া দেখে মনে হয় ঠাণ্ডা থাকবে। রাতের ম্যাচগুলোতে অনেক কুয়াশা থাকবে। উইকেট যেমনই থাকুক। শিশিরের জন্য একটু অন্যরকম হবে।’
মূলত শিশিরের কারণে বোলাররা পড়বে ভোগান্তিতে। বল ভিজে গেলে স্পিনারদের অসুবিধা হবে। কারণ ভেজা বল গ্রিপ করা কঠিন। এ বিষয়ে নান্নু বলেন, ‘বোলারদের জন্য বিশেষ করে কষ্টদায়ক হয়ে যায়। রাতের খেলা আর দিনের খেলা, দুই রকমের ম্যাচ হবে। দুই ম্যাচে দুই ধারায় মানিয়ে নেয়াও আমাদের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ।’ এবারও তিন ভেন্যুতে হবে বিপিএলের  ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে তিনটি ভিন্ন উইকেটের প্রত্যাশা করেন নান্নু। তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই যে স্পোর্টিং উইকেট হোক। এক এক জায়গায় এক এক ধরনের উইকেট হোক। যাতে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে। এখান থেকে সেরা পারফরম্যান্স বের হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর