× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন শীর্ষক সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ ডিসেম্বর ২০১৯, সোমবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন কথায় নয়, বাস্তবে কাজ করে তাদের ভাগ্যোন্নয়ন করতে হবে। গতকাল সকালে নগর ভবনে ‘পিপিআরসি’ আয়োজিত বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ইউনিসেফ ও পিপিআরসির সহযোগিতা নিয়ে সিলেট সিটি করপোরেশন নগরীর বস্তিবাসীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। আগামী কয়েক বছরের মধ্যে সিলেট নগরীর বস্তি এলাকা হবে একটি আধুনিক ও উন্নত এলাকা। বস্তিবাসী বস্তিতে যে ভাড়া দিয়ে থাকছেন, সে অনুযায়ী তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না উল্লেখ করে মেয়র বলেন, পর্যাপ্ত ভাড়া নিবেন অথচ মানসম্মত থাকার ব্যবস্থা দিবেন না তা হতে পারে না।  নগরীর উন্নয়নে বস্তিবাসীদের ভূমিকা কোনো অংশেই কম নয়। কাজেই তারাও যেন স্বাস্থ্যসম্মত ও মানসম্মত থাকার ছোঁয়া পান, সেই বিষয়টিও দেখতে হবে। কেবল অবস্থা সম্পন্নদের জন্যই নগরীর উন্নয়ন নয়, সিটি করপোরেশনের উন্নয়ন সবার জন্য।’ সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি মো. জাহিদ খান, সিসিকের ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সিকন্দর আলী, প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, নাজনীন আক্তার কনা, রেবেকা বেগম লাকী, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ বস্তি এলাকায় বসবাসকারী নারী-পুরুষরা সভায় উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর