খেলা

ম্যানচেস্টার ডার্বিতে আলোচনায় বর্ণবাদী ইস্যু

স্পোর্টস ডেস্ক

২০১৯-১২-০৯

এবারের ম্যানচেস্টার ডার্বিতে আলোচনায় বর্ণবাদী ইস্যু। কর্নার কিক নিতে গেলে সিটির সমর্থকরা ম্যানইউর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডের উদ্দেশ্যে ‘মাঙ্কি চান্ট’ করেন। ম্যাচশেষে এই নিয়ে ফ্রেড বলেন, ‘আমাদের সমাজ দিন দিন পেছনের দিকে যাচ্ছে।’ তবে সিটি কর্তৃপক্ষ জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাদের স্টেডিয়ামে আজ বর্ণবাদের মতো ঘটনা ঘটেছে। যা আমরা আশা করি না। আমরা অপরাধীকে খুঁজে পেলে আজীবনের জন্য ইতিহাদে নিষিদ্ধ করবো।’ এ নিয়ে ম্যানচেস্টার পুলিশ বলে, ‘বর্ণবাদের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’ ইতিমধ্যে ঘটনাটি আমলে নিয়েছে ইংলিশ ফুটবল সংস্থা (এফএ) ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এটা নিয়ে যুদ্ধ করছি। তবুও এটা ঘটছে। আমরা আর এটি দেখতে চাই না।’ আর ম্যানইউ বস সুলশার বলেন, ‘এটা অগ্রহণযোগ্য। এমন ব্যক্তির ফুটবল মাঠে যাওয়া আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status