খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে স্বর্ণের লড়াই আজ

ফাইনালের আগে ‘সতর্ক বার্তা’ পেলেন সৌম্যরা

স্পোর্টস ডেস্ক

২০১৯-১২-০৯

সোনা জিততে হলে তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে- ফাইনালের আগে এমন বার্তাই পেলেন শান্ত-সৌম্যরা। গতকাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে রাউন্ড রবিন লীগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৯ উইকেটে হার দেখে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার বিপক্ষেই দুপুরে স্বর্ণ জয়ের লড়াইয়ে মাঠে নামছেন সৌম্য-শান্তরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটসম্যানদের অধিক ডট বল খেলার প্রবণতা। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বিশ্রামে রাখে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অধিনায়কত্ব করেন ওপেনার সাইফ হাসান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০/৬ সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৫৫টি বল ডট খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মধ্যে এক বোলারের ৪ ওভারের স্পেলে ছিল ১৪টি ডটবল। আরেকজনের ৪ ওভারে ১২টি। নেপালের বিপক্ষে আগের ম্যাচেও ছিল একই চিত্র । ১৫৫ রান তুলেছিলেন সৌম্যরা। ডট বল ছিল ৫০টি। বাংলাদেশের দুশ্চিন্তায় নতুন মাত্রা যোগ করছে বোলিং। রাউন্ড রবিন লীগের কোনো ম্যাচেই প্রতিপক্ষের ১০ উইকেট নিতে পারেননি সুমন খান-হাসান মাহমুদরা। ভুটানের মতো পুঁচকে দলকেও অলআউট করতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন সৌম্য। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মোট সাতজন বোলার ব্যবহার করেন সাইফ হাসান। সাত বোলার মিলে মাত্র ১ উইকেট নেন। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা দ্বিতীয় ওভারে লঙ্কান ওপেনার নিশান মাদুস্কাকে সাজঘরে ফেরান। ১৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে সাইফদের হতাশায় ডোবান পাথুম নিশাঙ্কা (৬৭) ও লাসিথ ক্রোসপুলি (৭৩)। ৮৬ বলে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬.১ ওভারেই জয় নিশ্চিত করেন তারা। রানা উইকেট পেলেও ৩ ওভারের স্পেলে গড়ে ১৪’র ওপর রান দেন। জাতীয় দলে খেলা স্পিনার মেহেদী হাসান তুলনামূলক ভালো বোলিং করেন। ৩.১ ওভারে ১৫ রান দেন তিনি। সুমন খান ২ ওভারে ১৩ রান দেয়ার পর তাকে দিয়ে আর বোলিং করাননি সাইফ। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৩ ওভারে খরচ করেন ২৬ রান। লেগিস্পনার মিনহাজুল আবেদিন আফ্রিদি ছিলেন আরো খরুচে। ৩ ওভারে দেন ২৮ রান। জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ১ ওভারে ১৪ ও অধিনায়ক সাইফ ১ ওভারে ১১ রান দেন। সৌম্য-শান্তর অনুপস্থিতিতে ব্যাট হাতে নৈপুণ্য দেখান মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলী। ১৩ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ (৬) ও সাইফ হাসান (৪) বিদায় নেন। আফিফও (৬) ব্যর্থ হন। ২১/৩ থেকে দলকে টানেন অঙ্কন-ইয়াসির। তাদের ৮০ রানের জুটিতে ১০০ পার করে বাংলাদেশ। অঙ্কনের বিদায়ে ভাঙে এ জুটি। ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৪ রান করেন তিনি। ফিফটি পূর্ণ করে দলীয় ১২১ রানে সাজঘরে ফেরেন ইয়াসির। ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় তিনি খেলেন ৫১ রানের ইনিংস। জাকির হাসান ১৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন আসিথা ফার্নান্দো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status