× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীলঙ্কার টিভিতে বাংলাদেশের ‘মাটির প্রজার দেশে’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০১৯, সোমবার

২০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের ছবি ‘মাটির প্রজার দেশে’ এবার দেখানো হবে শ্রীলঙ্কান টেলিভিশনে। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির প্রযোজক আরিফুর রহমান। তিনি জানান, প্রথমবারের মতো ১৫ই ডিসেম্বর রাত ১০টায় বাংলাদেশের কোনো ছবি দেখানো হচ্ছে শ্রীলঙ্কার টেলিভিশন চ্যানেলে। ছবিটি শ্রীলঙ্কার অফিশিয়াল ভাষা সিংহলিতে ডাবিং করে দেখানো হবে। গুপী বাঘা প্রোডাকশনের অফিশিয়াল ফেসবুক পেজ  থেকেও এটি জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, অসম্ভব গর্বের সাথে জানাচ্ছি শ্রীলঙ্কার ন্যাশনাল টেলিভিশনে প্রথমবারের মতো কোনো ভিন্ন ভাষার ছবি হিসেবে প্রিমিয়ার হবে ‘মাটির প্রজার দেশে’। ১৫ই ডিসেম্বর রাত ১০টার প্রাইম টাইম স্পটে। এই সময়টায় ৩০ লাখের বেশি দর্শক দেখবেন বাংলা ভাষার এ ছবিটি।
এটা শ্রীলঙ্কা রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতা এবং ভাষার প্রতি একটি উপহার। ১৬ই ডিসেম্বরের ঠিক আগের দিন! বাংলাদেশ হাইকমিশন অব শ্রীলঙ্কা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। শিল্পের জন্য, সিনেমার জন্য নিবেদিত প্রাণ একজন রিয়াজ হামিদুল্লাহ না থাকলে এটা সম্ভব হতো না। এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়। ছবিটি দেখে তাঁরা মনে করেন, শ্রীলঙ্কার আর্থসামাজিক অবস্থার সঙ্গে ছবিটি খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের মানুষের স্বাধীনতাসংগ্রাম ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সর্বোপরি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের আগের দিন রাতে তাঁরা ছবিটি  দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর তাঁরা শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও ‘মাটির প্রজার দেশে’ ছবির প্রযোজক আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করে সবকিছু চূড়ান্ত করেন। ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। এ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, আবদুল্লাহ রানা, মনির আহমেদ, রামিজ রাজু, শিউলি আখতার, মাহমুদুর অনিন্দ্য, চিন্ময়ী গুপ্ত প্রমূখ। সম্প্রতি এই ছবিতে অভিনয় করে মাহমুদুর অনিন্দ্য শিশু শিল্পী (বিশেষ) শাখায় জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। উল্লেখ্য, ২০১৬ সালে ‘মাটির প্রজার দেশে’ ছবিটি শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের মাসান ও আলীগড়-এর মতো বহুল প্রশংসিত ছবিকে টপকে সেরা ছবির পুরস্কার জিতেছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর