× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুলতলায় ব্যাটারির দূষিত পানি সড়কে: ভোগান্তি

দেশ বিদেশ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, বুধবার

ফুলতলা উপজেলার শিরোমণি বিসিক শিল্পনগরীর হ্যামকো ব্যাটারি কোম্পানি লিমিটেডের দূষিত পানি সরাসরি সড়কে ফেলার কারণে সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, হ্যামকো ব্যাটারি পরিষ্কার করার এসিডযুক্ত দূষিত পানি তাদের সীমানা প্রাচীর ছিদ্র করে রাস্তায় ফেলা হচ্ছে। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিগুলো সম্পূর্ণ রাস্তার উপর জমা হয়ে পাশের শিল্প কলকারখানার শ্রমিক কর্মচারীদের যাতায়াতের চরম বিঘ্ন ঘটছে। পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের যাতায়াতও কঠিন হয়ে পরেছে। দুর্গন্ধে নামাজ আদায় করতে হচ্ছে। দূষিত পানি শরীরে লাগলে চর্মরোগ এবং দুর্গন্ধে যক্ষ্মাসহ মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের একজন নিয়মিত মুসল্লি বলেন, এ ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি সদ্য এখানে যোগদান করেছি, তবে আমি যোগদানের কিছুদিন আগে শিল্প মালিক সমিতি, পরিবেশ অধিদপ্তর ও বিসিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়।
বৈঠকে হ্যামকো গ্রুপের দূষিত পানি, সিসা ইত্যাদিতে বিসিক এলাকার পরিবেশ ক্রমেই দূষিত হয়ে উঠেছে বলে অভিযোগ করলে হ্যামকো কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে। তিনি আরো বলেন, বিয়য়টি খোঁজ-খবর নিয়ে দেখা হবে এবং এ ধরনের কিছু হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর